১০ মিটার এয়ার পিস্তলে সেরা আরদিনা

জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে সেরা হয়েছেন আরদিনা ফেরদৌস আখী। মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি-পজিশন ইভেন্টে সোনা জিতেছেন শারমিন আক্তার রত্না।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2017, 02:44 PM
Updated : 15 Oct 2017, 02:44 PM

২২৫ দশমিক ৫ স্কোর গড়ে গতবারের চ্যাম্পিয়ন আরমিন আশাকে পেছনে ফেলেন কুষ্টিয়া রাইফেল ক্লাবের এই শুটার। আরমিন ২২৫ দশমিক ১ স্কোর গড়ে দ্বিতীয় হন। এই ইভেন্টে তৃতীয় হয়েছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের সিনথিয়া নাজনীন টুম্পা।

১০ মিটার এয়ার পিস্তলের জুনিয়র ইভেন্টে ২১৭ দশমিক ৫ স্কোর গড়ে সেরা হয়েছেন টাঙ্গাইল রাইফেল ক্লাবের রিফাত আরা অনন্যা। আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের মারজাহান আক্তার (২১৬ দশমিক ৪) দ্বিতীয় ও কুষ্টিয়া রাইফেল ক্লাবের সায়মা খানম মৌলী তৃতীয় হন।

মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি-পজিশন ইভেন্টে শারমিন আক্তার রত্না ৫৫৬ স্কোর গড়ে প্রথম হন। তার ঢাকা রাইফেল ক্লাবের সতীর্থ জাকিয়া সুলতানা টুম্পা ৫৫৫ স্কোর নিয়ে দ্বিতীয় হয়েছেন। তৃতীয় হয়েছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশেনের আতকিয়া হাসান দিশা।

৫৫২ স্কোর গড়ে জুনিয়র বিভাগে সেরা হয়েছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের মায়েদা মমতা হিনা। বিকেএসপি শুটিং ক্লাবের নাফিসা তাবাসুম (৫৫০) দ্বিতীয় ও একই দলের জুঁই চাকমা তৃতীয় হয়েছেন।