ফ্রাইবুর্গকে উড়িয়ে জয়ে ফিরল বায়ার্ন

কোচ ইয়ুপ হাইনকেস ফের দায়িত্ব নেওয়ার পর জয়ে ফিরেছে বায়ার্ন মিউনিখ। বুন্ডেসলিগায় ফ্রাইবুর্গকে উড়িয়ে দিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2017, 07:10 PM
Updated : 14 Oct 2017, 07:10 PM

নিজেদের মাঠে শনিবার ফ্রাইবুর্গকে ৫-০ গোলে হারিয়ে সব ধরনের প্রতিযোগিতায় গত তিন ম্যাচের জয়খরা কাটিয়েছে বায়ার্ন।

সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছিল না বায়ার্নের। লিগে আগের দুই ম্যাচে ভলফসবুর্গ ও হের্টা বার্লিনের সঙ্গে ড্র করে তারা। মাঝে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে পিএসজির মাঠে হারে ৩-০ গোলে; ওই হারের পরই বায়ার্নের কোচের চাকরি হারাতে হয় কার্লো আনচেলত্তিকে।

গত সপ্তাহে অবসর ভেঙ্গে আবারও বায়ার্নের দায়িত্ব নেন ক্লাবটিতে আগে তিন মেয়াদে দায়িত্ব পালন করা হাইনকেস। ফিরেই দলকে দেখালেন জয়ের পথ।

নিজেদের মাঠে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন। অষ্টম মিনিটে ফ্রাইবুর্গের মিডফিল্ডার ইউলিয়ানের আত্মঘাতী গোলে এগিয়ে যায় হাইনকেসের দল। বিরতির আগে দারুণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ফরোয়ার্ড কিংসলে কোমান।

বিরতির পর থিয়াগো আলকান্তারা, রবের্ত লেভানদোভস্কি ও জসুয়া কিমিচ একটি করে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

এই জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বায়ার্নের পয়েন্ট হলো আট ম্যাচে ১৭। ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বরুসিয়া ডর্টমুন্ড।