রোনালদোর গোলে রিয়ালের রক্ষা

একের পর এক গোলের সুযোগ হারানোর পর অবশেষে সাফল্যের দেখা পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। গেতাফের বিপক্ষে হোঁচট খেতে বসা ম্যাচের শেষ দিকে পর্তুগিজ এই ফরোয়ার্ডের গোলেই পুরো তিন পয়েন্ট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2017, 04:10 PM
Updated : 14 Oct 2017, 08:53 PM

শনিবার লা লিগায় প্রতিপক্ষের মাঠে ম্যাচটি ২-১ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। প্রথমার্ধে করিম বেনজেমার গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফিরিয়েছিল স্বাগতিকরা।

দশম মিনিটে ম্যাচের প্রথম সুযোগটি পায় রিয়াল। ডি-বক্সে বুক দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে বাড়িয়েছিলেন বেনজেমা। ছুটে এসে নিচু শট নেন রোনালদো, কিন্তু ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক ভিসেন্তে গুয়াইতা।

৩৬তম মিনিটে মার্কো আসেনসিওর বাড়ানো বল ফ্লিকে রোনালদো পাঠান বেনজেমাকে। ফরাসি স্ট্রাইকারের শট ক্রসবারের একটু উপর দিয়ে চলে যায়। এর তিন মিনিট পরই প্রতিপক্ষের ভুলের সুযোগে বল পেয়ে এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে জোরালো কোনাকুনি শটে জালে জড়ান বেনজেমা।
   

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারেননি মার্সেলো। জটলার মধ্যে বল পেয়ে ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের নেওয়া জোরালো শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।
৫৬তম মিনিটে খেলার ধারার বিপরীতে সমতা টানে স্বাগতিকরা। পাল্টা আক্রমণে ডি-বক্সের মধ্যে ডান দিক থেকে ফাইসাল ফায়েরের শট সের্হিও রামোসের পায়ে লেগে সামান্য দিক পাল্টায়। গোলমুখে ছুটে এসে আলতো টোকায় জালে ঠেলে দেন ফরোয়ার্ড মোলিনা।
৭২তম মিনিটে লুকাস ভাসকেসের পরিবর্তে ইসকোকে মাঠে নামান কোচ। পরের মিনিটে গোলমুখে বল পেয়েও ফাঁকা জালে পাঠাতে পারেননি রোনালদো।
অবশেষে ৮৫তম মিনিটে দর্শনীয় গোলে জয় নিশ্চিত করেন রোনালদো। ইসকোর উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়াতেই ভলিতে এবারের লিগে নিজের প্রথম গোলটি করেন চারবারের বর্ষসেরা ফুটবলার।
লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে এ মৌসুমে রোনালদোর মোট গোল হলো ৫টি।
আট ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে রিয়ালের পয়েন্ট ১৭।