১০ মিটার এয়ার রাইফেলে সেরা জাকিয়া

জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে সেরা হয়েছেন ঢাকা রাইফেল ক্লাবের উম্মে জাকিয়া সুলতানা টুম্পা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2017, 02:03 PM
Updated : 14 Oct 2017, 02:05 PM

গুলশান শুটিং কমপ্লেক্সে শনিবার ২৪৬ দশমিক ৩ স্কোর গড়ে নিজ দলের শারমিন আক্তার রত্নাকে (২৪৪ দশমিক ৮) হারান জাকিয়া।

১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র বিভাগে প্রথম হয়েছেন নৌবাহিনী শুটিং ক্লাবের শারমিন আক্তার (২৩৯ দশমিক ৭)। কুষ্টিয়া রাইফেল ক্লাবের ফারবিন চৌধুরী রিতিকা (২৩৮ দশমিক ৬) দ্বিতীয় ও আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের মাহফুজা জান্নাত জুই তৃতীয় হন।

ছেলেদের ৫০ মিটার রাইফেল প্রোনে ৫৮৭ স্কোর গড়ে সেরা হয়েছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের হেলাল-ই-আহাদ। কুষ্টিয়া রাইফেল ক্লাবের শাহরিয়ার চন্দন (৫৮৫) দ্বিতীয় ও আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের রমজান আলী তৃতীয় হয়েছেন।

৫০ মিটার রাইফেল প্রোনের জুনিয়র বিভাগে চট্টগ্রামের মেট্টোপলিটন শুটিং ক্লাবের মোজাম্মেল হোসেন (৫৭৪) প্রথম হন।

ছেলেদের ২৫ মিটার স্ট্যান্ডার্ড পিস্তল বিভাগে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের সাহাদাত আহমেদ (৫৩১) এবং জুনিয়র বিভাগে একই দলের সাব্বির আলামিন (৫০২) সেরা হয়েছেন।