ইপিএলে সেপ্টেম্বরের সেরা কেইন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2017 08:19 PM BdST Updated: 13 Oct 2017 09:11 PM BdST
ইংলিশ প্রিমিয়ার লিগে সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেইন।
ক্লাব ও জাতীয় দলের হয়ে অগাস্টে কোনো গোলের দেখা পাননি কেইন। তবে জ্বলে উঠেন সেপ্টেম্বরে। গত মাসে প্রিমিয়ার লিগে ৬টি গোল করে পঞ্চম বারের মত জিতে নিলেন এই পুরস্কার।
শুধু লিগেই নয়, সব প্রতিযোগিতাতেই মাস জুড়ে দুর্দান্ত খেলেছেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ক্লাব ও জাতীয় দলের হয়ে গত মাসে মোট ১৩টি গোল করেন কেইন।
ইংল্যান্ডের হয়ে ১ সেপ্টেম্বর মাল্টার জালে জোড়া গোল করে খরা কাটান কেইন। এরপর ক্লাবের জার্সি গায়ে এভারটনের বিপক্ষে জোড়া গোল করার পথে টটেনহ্যামের হয়ে শততম গোলের মাইলফলক স্পর্শ করেন। চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষেও জোড়া গোল করেন তিনি।
সেপ্টেম্বরের শেষটাতেও দারুণ খেলেছেন কেইন। ওয়েস্ট হ্যাম ও হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে দুটি করে গোল করেন তিনি। এই দুই ম্যাচের মাঝে চ্যাম্পিয়ন্স লিগে আপোয়েলের বিপক্ষে করেন তিন গোল।
শনিবার ওয়েম্বলিতে লিগে বোর্নমাউথের বিপক্ষে মাঠে নামবে টটেনহ্যাম। সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগের তৃতীয় স্থানে আছে কেইনের দল। ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট সমান ১৯। তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে পেপ গুয়ার্দিওলার দল।
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- ‘ফ্রি ফায়ারে’ আসক্ত কিশোর, বেঁধে রাখা হচ্ছে শেকলে
- সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- ম্যাথিউসের লড়াকু সেঞ্চুরি, পিছিয়ে বাংলাদেশ
- ‘মেসি-নেইমারকে বদলে কাকে পেতে চান?’
- তাজমহলের সেই বন্ধ কক্ষগুলোর রহস্য কী?