গুলশানে শ্যুটিংয়ের ২৯তম আসর শুরু

সারা দেশের ৩২৫ জন শ্যুটারকে নিয়ে ঢাকায় শুরু হয়েছে ২৯তম জাতীয় শ্যুটিং প্রতিযোগিতা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2017, 07:32 PM
Updated : 12 Oct 2017, 07:32 PM

বৃহস্পতিবার শুলশানে বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের মাঠে আট দিনব্যাপী এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। তবে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল একদিন আগেই।

বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের ব্যবস্থাপনায় নির্মাণ প্রতিষ্ঠান প্রিয়প্রাঙ্গনের পৃষ্ঠপোষকতায় এবারের আসরে দেশের ৩৬টি শ্যুটিং ক্লাবের ৩২৫ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। এর মধ্যে ২২৬ জন পুরুষ ও ৬০ জন নারী। 

প্রতিযোগিতার উদ্বোধন করেন এনভয় গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএ’র সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদ।

তিনি বলেন, “দীর্ঘদিন পর আমার ক্রীড়াঙ্গনে ফিরে আসার কারণ শ্যুটিংয়ের প্রতি ভালোবাসা। বাংলাদেশ ভবিষ্যতে অলিম্পিক গেইমে অংশ নিয়ে শ্যুটিংয়ে সোনা জিতবে এটাই প্রত্যাশা করি।”

বিএসএসএফের সভাপতি ও জ্বালানি সচিব নাজিমউদ্দিন চৌধুরী বলেন, ভারতীয় উপমহাদেশে থেকে কেবল শ্যুটিংয়েই অলিম্পিক গেইম থেকে সোনা জিতে আনা সম্ভব। সেজন্য দেশের বিভিন্ন অঞ্চলে শ্যুটিং ক্লাব প্রতিষ্ঠা করে প্রকৃত মেধাবীদের বের করে আনতে হবে।

ইতোমধ্যেই পাঁচটি শ্যুটিং ক্লাবে রেঞ্জ নির্মাণের কাজ শুরু হয়েছে।

আরও পাঁচটি রেঞ্জ নির্মাণ পরিকল্পনা পর্যায়ে আছে বলে জানান জ্বালানি সচিব।