চিলির কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন পিস্সি

বিশ্বকাপ বাছাইপর্ব থেকে চিলির ছিটকে পড়ার দায় মাথায় নিয়ে কোচের পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন হুয়ান আন্তোনিও পিস্সি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2017, 03:31 PM
Updated : 11 Oct 2017, 03:31 PM

রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের শেষ রাউন্ডে বাংলাদেশ সময় বুধবার সকালে ব্রাজিলের মাঠে ৩-০ গোলে হেরে বাদ পড়ে চিলি। পেরুর সমান ২৬ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের টেবিলে ষষ্ঠ স্থানে থেকে শেষ করেছে গত দুবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।

২০১৬ সালের জানুয়ারিতে চিলির দায়িত্ব নেওয়া পিস্সি জানান, এমন ব্যর্থতার পর এই পদে তার সময় শেষ হয়েছে।

আর্জেন্টাইন এই কোচের অধীনে গত বছর কোপা আমেরিকার শিরোপা জিতে চিলি। তবে বিশ্বকাপে উঠতে না পারার ব্যর্থতা নিজের কাঁধে তুলে নেন তিনি।

“আমিই ওই ব্যক্তি যে খেলোয়াড়, প্রক্রিয়া এবং এর জন্য সবকিছু ঠিক করেছি। আমি আবারও বলছি, সব দায় আমার।”