ভোগান্তি শেষে মেসির কণ্ঠে স্বস্তি

একুয়েডরকে হারিয়ে খাদের কিনারায় থাকা দলকে সরাসরি বিশ্বকাপ ওঠাতে পেরে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির কণ্ঠে এখন স্বস্তির সুর। জানালেন, গণমাধ্যমকে এড়িয়ে চলাতেই আরও ঐক্যবদ্ধ হতে পেরেছে দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2017, 07:36 AM
Updated : 11 Oct 2017, 11:43 AM

রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে বাঁচা-মরার ম্যাচে মেসির হ্যাটট্রিকে একুয়েডরের মাঠে ৩-১ গোলের জয় পায় আর্জেন্টিনা। পয়েন্ট টেবিলে তিন নম্বরে থেকে আগামী বছর বিশ্বকাপ খেলবে দুই বারের চ্যাম্পিয়নরা।

বাছাই পর্বে খোঁড়াতে থাকা মেসিদের কম সমালোচনা শুনতে হয়নি। দলের প্রতি খেলোয়াড়দের নিষ্ঠা নিয়েও উঠেছিল প্রশ্ন। এসব কারণে গত বছরের নভেম্বর থেকে মেসিরা গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। একুয়েডরকে হারানোর পর মুখ খুললেন অধিনায়ক।

“টানা তিনটি ফাইনাল খেলার পরও সমালোচনা হচ্ছিল। আজকের দিনটা সবার জন্যই গুরুত্বপূর্ণ।”

“আমরা কিছু দিনের জন্য সংবাদ মাধ্যম ও জনসাধারণ থেকে দূরে ছিলাম। আমি মনে করি, এটা আমাদের আরও কাছাকাছি আসতে সহায়তা করেছে। আমরা সবাই যদি হাতে হাত রেখে চলি, সবকিছু আরও সহজ হয়ে আসবে।”

আগের সব ব্যর্থতা ভুলে জাতীয় দলকে সাফল্য এনে দেওয়ার আশার কথা শোনালেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি।

“বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকায় যা ঘটেছে তা ঠিক ছিল না। এই বিশ্বকাপে উঠে আমরা ভোগান্তির শেষ করেছি। আশা করি, শেষ পর্যন্ত আমরা এটা পাব।”

“বাছাইপর্ব পার হওয়াটা উপভোগ করা যাক এবং একটু একটু করে প্রস্তুতি নেওয়া যাক।”