মেসি-সুয়ারেসের গোলের রেকর্ড

লিওনেল মেসি ভেঙেছিলেন। পরে তাকে স্পর্শ করলেন লুইস সুয়ারেস। বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ গোলের রেকর্ড এখন যৌথভাবে বার্সেলোনার দুই ফরোয়ার্ডের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2017, 03:39 AM
Updated : 11 Oct 2017, 06:01 AM

মেসির হ্যাটট্রিকে একুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে তৃতীয় হয়ে রাশিয়া বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একই সময় বলিভিয়াকে নিজেদের মাঠে ৪-২ গোলে উড়িয়ে দেয় বাছাইপর্বে দ্বিতীয় হওয়া উরুগুয়ে। দলের জয়ে দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন সুয়ারেস।

দ্বাদশ মিনিটে সমতা ফেরানো গোলটি করে মেসি স্বদেশি হের্নান ক্রেসপো ও সুয়ারেসের ১৯ গোলের রেকর্ডে ভাগ বসান মেসি। পরে ২০তম মিনিটে দলকে এগিয়ে দিয়ে রেকর্ডটি নিজের করে নেওয়া আর্জেন্টিনা অধিনায়ক অসাধারণ গোলে ৬২তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন।

বিশ্বকাপের বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে ২১ গোল করা মেসির রেকর্ডে ভাগ বসাতে খুব বেশি সময় নেননি সুয়ারেস। বলিভিয়ার জালে ৬০তম মিনিটে গোল করার পর ৭৬তম মিনিটে আবারও লক্ষ্যভেদ করে তিনি ধরে ফেলেন ক্লাব সতীর্থকে।