লাইভ: সরাসরি রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের সঙ্গী উরুগুয়ে, আর্জেন্টিনা ও কলম্বিয়া। পঞ্চম হয়ে প্লে-অফে পেরু।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2017, 10:46 PM
Updated : 11 Oct 2017, 02:06 AM

রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকা:

দেশ

ম্যাচ

জয়

ড্র

হার

গোল করা

গোল খাওয়া

গোল ব্যবধান

পয়েন্ট

ব্রাজিল

১৮

১২

৪১

১১

+৩০

৪১

উরুগুয়ে

১৮

৩২

২০

+১২

৩১

আর্জেন্টিনা

১৮

১৯

১৬

+৩

২৮

কলম্বিয়া

১৮

২১

১৯

+২

২৭

পেরু

১৮

২৭

২৬

+১

২৬

চিলি

১৮

২৬

২৭

-১

২৬

প্যারাগুয়ে

১৮

১৯

২৫

-৬

২৪

একুয়েডর

১৮

১০

২৬

২৯

-৩

২০

বলিভিয়া

১৮

১২

১৬

৩৮

−২২

১৪

ভেনেজুয়েলা

১৮

১০

১৯

৩৫

−১৬

১২

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের শেষ রাউন্ডে একুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে ভাগ্য নিজেদের হাতেই রেখেছিল আর্জেন্টিনা। অন্য ম্যাচে ব্রাজিলের কাছে চিলি হেরে যাওয়ায় আর কলম্বিয়া-পেরু ম্যাচ ড্র হওয়ায় তৃতীয় হয়ে সরাসরিই তাই ২০১৮ সালের বিশ্বকাপে উঠে গেল হোর্হে সাম্পাওলির দল।
 
ব্রাজিলের মাটিতে ৩-০ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপে আর যাওয়া হলো না চিলির। আগেই বিশ্বকাপ প্রায় নিশ্চিত করে রাখা উরুগুয়ে ৪-২ গোলে হারিয়েছে বলিভিয়াকে। পেরুর সঙ্গে ১-১ গোলে ড্র করে কলম্বিয়া হয়েছে চতুর্থ। পঞ্চম স্থান পাওয়া পেরুকে খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ডের সঙ্গে প্লে-অফ।

অবস্থান:

১. ব্রাজিল ৪১ পয়েন্ট
২. উরুগুয়ে ৩১ পয়েন্ট
৩. আর্জেন্টিনা ২৮ পয়েন্ট
৪. কলম্বিয়া ২৭ পয়েন্ট
৫.  পেরু ২৬ পয়েন্ট (প্লে-অফ)

৬. চিলি ২৬ পয়েন্ট
৭. প্যারাগুয়ে ২৪ পয়েন্ট

শেষের ফল:

একুয়েডর ১-৩ আর্জেন্টিনা

ব্রাজিল ৩-০ চিলি

প্যারাগুয়ে ০-১ ভেনেজুয়েলা

পেরু ১-১ কলম্বিয়া

উরুগুয়ে ৪-২ বলিভিয়া

৯৩: ব্রাজিল ৩- ০ চিলি। গাব্রিয়েল জেসুস

৫৭: ব্রাজিল ২- ০ চিলি। গাব্রিয়েল জেসুস

৮৪: প্যারাগুয়ে ০-১ ভেনেজুয়েলা। ক্লেমেন্তে এররেরা

৭৯: উরুগুয়ে ৪- ২ বলিভিয়া। দিয়োগো গদিন (আত্মঘাতী)

৫৬: পেরু ১- ১ কলম্বিয়া। হোসে পাওলো

৭৬: উরুগুয়ে ৪- ১ বলিভিয়া। লুইস সুয়ারেস

খেলার এই মুহূর্তে দলগুলোর অবস্থান:
১. ব্রাজিল ৪১ পয়েন্ট
২. উরুগুয়ে ৩১ পয়েন্ট
৩. কলম্বিয়া ২৯ পয়েন্ট
৪. আর্জেন্টিনা ২৮ পয়েন্ট
৫. চিলি ২৬ পয়েন্ট
৬. পেরু ২৫ পয়েন্ট
৭. প্যারাগুয়ে ২৫ পয়েন্ট
 
এই মুহূর্তে ফল:
একুয়েডর ১-৩ আর্জেন্টিনা
ব্রাজিল ২-০ চিলি
প্যারাগুয়ে ০-০ ভেনেজুয়েলা
পেরু ০-১ কলম্বিয়া
উরুগুয়ে ৩-১ বলিভিয়া

৬২: একুয়েডর ১-৩ আর্জেন্টিনা। মেসি। হ্যাটট্রিক

মেসির হ্যাটট্রিক: অনেকেই বলেছিল এটা হতে যাচ্ছে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ। আর্জেন্টিনা অধিনায়ক জবাবটা তোলা রেখেছিলেন যেন এই ম্যাচের জন্য। ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে মাপা লবে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়ালেন।

৬০: উরুগুয়ে ৩- ১ বলিভিয়া। লুইস সুয়ারেস

৫৬: পেরু ০- ১ কলম্বিয়া। হামেস রদ্রিগেস

৫৭: ব্রাজিল ২- ০ চিলি। গাব্রিয়েল জেসুস

ব্রাজিল ২-০ চিলি। রক্ষণে উপর দিয়ে উড়ে আসা বল ডি-বক্সে ফাঁকায় পেয়ে যান নেইমার। কিন্তু আরও নিশ্চিত হতে নি:স্বার্থভাবে ডান দিকে জেসুসকে বাড়ান। কোনো ভুল করেননি ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড।

৫৫: ব্রাজিল ১- ০ চিলি। পাওলিনিয়ো

ব্রাজিল ১-০ চিলি। দানি আলভেসের সোজাসুজি ফ্রি-কিক ব্রাভো ঠেকালেন ঠিকই কিন্তু রাখতে পারলেন না। তার হাত থেকে ছুটে যাওয়া বল ফাঁকায় পেয়ে জালে ঠেলে দেন পাওলিনিয়ো।

একুয়েডর ১-২ আর্জেন্টিনা

পিছিয়ে থাকা একুয়েডর সমতা ফেরাতে শুরু থেকেই আক্রমণে। আর্জেন্টিনা চেষ্টায় ব্যবধান ধরে রাখতে।

বিরতির পর খেলা শুরু

বিরতিতে ভালো অবস্থানে আর্জেন্টিনা: ব্রাজিলের মাঠে গোল পায়নি চিলি। পেরু-কলম্বিয়া ম্যাচও প্রথমার্ধ শেষে গোলশূন্য। প্রথমার্ধ শেষে খেলার এই অবস্থায় আর্জেন্টিনা আছে তৃতীয় স্থানে। শেষ পর্যন্ত এই ফল থাকলে সরাসরি রাশিয়া বিশ্বকাপে খেলবে আর্জেন্টিনা।

বিরতির সময় দলগুলোর অবস্থান:
১. ব্রাজিল ৩৯ পয়েন্ট
২. উরুগুয়ে ৩১ পয়েন্ট
৩. আর্জেন্টিনা ২৮ পয়েন্ট
৪. চিলি ২৭ পয়েন্ট
৫. কলম্বিয়া ২৭ পয়েন্ট
৬. পেরু ২৬ পযেন্ট
৭. প্যারাগুয়ে ২৫ পয়েন্ট
 
বিরতির সময় ফল:
একুয়েডর ১-২ আর্জেন্টিনা
ব্রাজিল ০-০ চিলি
প্যারাগুয়ে ০-০ ভেনেজুয়েলা
পেরু ০-০ কলম্বিয়া
উরুগুয়ে ২-১ বলিভিয়া

বিরতি: একুয়েডর ১-২ আর্জেন্টিনা

৪২:  উরুগুয়ে ২- ১ বলিভিয়া। এদিনসন কাভানি

খেলার এই অবস্থায় অবস্থান :
১. ব্রাজিল ৩৯ পয়েন্ট
২. উরুগুয়ে ২৯ পয়েন্ট
৩. আর্জেন্টিনা ২৮ পয়েন্ট
৪. চিলি ২৭ পয়েন্ট
৫. কলম্বিয়া ২৭ পয়েন্ট
৬. পেরু ২৬ পযেন্ট
৭. প্যারাগুয়ে ২৫ পয়েন্ট
 
এই মুহূর্তে ফল:
একুয়েডর ১-২ আর্জেন্টিনা
ব্রাজিল ০-০ চিলি
প্যারাগুয়ে ০-০ ভেনেজুয়েলা
পেরু ০-০ কলম্বিয়া
উরুগুয়ে ১-১ বলিভিয়া

৪০: উরুগুয়ে ১- ১ বলিভিয়া। হোসে মার্তিন

একুয়েডর ১- ২ আর্জেন্টিনা

৩২: দি মারিয়ার গোলের প্রচেষ্টা ঠেকালেন গোলরক্ষক

২৪: উরুগুয়ে ০- ১ বলিভিয়া। গাস্তোন সিলভা (আত্মঘাতী)

একুয়েডর ১- ২ আর্জেন্টিনা। শুরুতেই পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরানোর পর এবার এগিয়ে দিলেন লিওনেল মেসি। ডিফেন্ডারদের ভুলে বল পেয়েছিলেন। কিন্তু তারপরও অনেক কিছু করার বাকি ছিল। বল নিয়ন্ত্রণে রেখে ডি-বক্সে ঢুকে উপরের বাঁ-কোন দিয়ে কোনাকুনি শটে জালে পাঠান পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

মেসির রেকর্ড: দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডটিও দখলে নিলেন মেসি। তার গোলসংখ্যা এখন ২০।

২০: একুয়েডর ১- ২ আর্জেন্টিনা : আর্জেন্টিনাকে এগিয়ে নিলেন মেসি

১৬: মেসির জোরালো শট ঠেকালেন একুয়েডর গোলরক্ষক

একুয়েডর ১- ১ আর্জেন্টিনা

মেসির দুর্দান্ত নৈপুণ্যে সমতা ফেরাতে দেরি হয়নি আর্জেন্টিনার। বাঁয়ে আনহেল দি মারিয়ার বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েছিলেন বার্সেলোনার ফরোয়ার্ড। বল ফেরত পেয়ে প্রথম ছোঁয়াতেই বাঁ পায়ের টোকায় জালে পাঠান।

১২: মেসির গোলে সমতা আর্জেন্টিনার

একুয়েডর ১- ০ আর্জেন্টিনা

বিশ্বকাপ ভাগ্য নিজেদের হাতে রাখতে হলের আর্জেন্টিনার এখন কমপক্ষে দুই গোল করতে হবে।

একুয়েডরের মাঠে শুরুর ৪০ সেকেন্ডের মধ্যেই পিছিয়ে গেল আর্জেন্টিনা। লম্বা বাড়ানো বল ধরে সতীর্থকে হেডে পাস দিয়েছিলেন  রোমারিও ইবাররা। বল ফেরত পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই মিডফিল্ডার।

০১: শুরুতেই গোল খেল আর্জেন্টিনা

আবারও দিবালা বেঞ্চে

আর্জেন্টিনা একাদশ: সের্হিও রোমেরো, গাব্রিয়েল মের্কাদো, হাভিয়ের মাসচেরানো, নিকোলাস ওতামেন্দি, এদুয়ার্দো সালভিও, এনসো পেরেস, লুকাস বিগলিয়া, মার্কোস আকুনা, আনহেল দি মারিয়া, দারিও বেনেদেত্তো, লিওনেল মেসি

ব্রাজিল পূর্ণ শক্তির দল

ব্রাজিল একাদশ: এদেরসন, আলভেস মার্কিনিয়োস, মিরান্দা, সান্দ্রো, পাওলিনিয়ো, কাসেমিরো, রেনাতো অগাস্তো, কৌতিনিয়ো, গাব্রিয়েল জেসুস, নেইমার

আত্মবিশ্বাসী আর্জেন্টিনা কোচ

আর্জেন্টিনা রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেবে বলে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি।

“এটা আমাদের উপর নির্ভর করছে। আমি খুবই আত্মবিশ্বাসী যে, আমরা যদি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে খেলি যেমনটা পেরুর বিপক্ষে খেলেছিলাম, তাহলে আমরা বিশ্বকাপে যাচ্ছি।”

মেসিকে ঘিরে আর্জেন্টাইনদের স্বপ্ন

আর্জেন্টিনাকে লিওনেল মেসি বাঁচাতে পারে বলে মনে করেন দেশটির প্রথম বিশ্বকাপ জয়ী দলের কোচ সেসার লুইস মেনোত্তি।

“মেসিকে দলে পাওয়া মানে এমন একজনকে পাওয়া যে আপনাকে বাঁচাতে পারে। বিষয়টা এমন হওয়া কোনোভাবেই আদর্শ নয়, কিন্তু এটা এমনই।”

“মেসির দলে থাকা একটা বোনাস যা আপনাকে যেকোনো মুহূর্তে বাঁচাতে পারে।”

আর্জেন্টিনাকে ব্রাজিলের খোঁচা

রাশিয়া বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় থাকা চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রতি কোনো সহানুভূতি দেখাননি ব্রাজিল কোচ তিতে। উল্টো মনে করিয়ে দিয়েছেন, যেমন কর্ম, তেমন ফল।

“বাছাইপর্বে ওঠা একটা ম্যাচের বিষয় নয়, পুরো প্রতিযোগিতার বিষয়।”

“গতকাল, আমরা একে অপরকে ধন্যবাদ দিয়েছি কারণ আমরা আগেই বিশ্বকাপে উঠে গেছি। অন্যদের জন্য এখন কি অবস্থা, আমি কল্পনা করতে পারছি না। নিশ্চয় তাদের ঘুমাতে কষ্ট হচ্ছে। অন্যরা যে কাজ করবে তার ফল পাবে।”

বিশ্বকাপ ভাগ্য আর্জেন্টিনার হাতেই

বিশ্বকাপ ভাগ্য নিজেদের হাতেই আছে আর্জেন্টিনার। শেষ রাউন্ডে তাদের উপরে থাকা দুই দল পেরু ও কলম্বিয়া বুধবার একই সময়ে মুখোমুখি হবে। এই ম্যাচ ড্র হলে আর্জেন্টিনা একুয়েডরকে হারাতে পারলে সরাসরিই পাবে রাশিয়ার টিকেট।

আর আর্জেন্টিনার জয়ে পেরু ও কলম্বিয়ার মধ্যে যারা হারবে তারা চলে যাবে আর্জেন্টিনার নিচে। ফলে অন্য সব ম্যাচে যে ফলই হোক না কেন আর্জেন্টিনা জিততে পারলে অন্তত পঞ্চম স্থানে থেকে পাবে প্লে-অফ খেলার সুযোগ।

ব্রাজিলের বিপক্ষে চিলি জিততে না পারলে আর্জেন্টিনা নিজেদের ম্যাচে একুয়েডরকে হারালে শীর্ষ চারে থেকে সরাসরি বিশ্বকাপ খেলার টিকেট পাবে।

তবে মেসিদের খেলতে হবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৮৫০ মিটার উচ্চতায় কিটোতে, যেখানে খেলাটাই বাইরের কারও জন্য কষ্টকর। এখানে ২০০১ সালের পর থেকে একুয়েডরকে হারাতে পারেনি আর্জেন্টিনা।

শঙ্কায় আর্জেন্টিনা

১৯৭০ সালের মেক্সিকো আসরের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে না পারায় শঙ্কায় আছে দুই বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিশ্বকাপে ওঠার লড়াইয়ে যারা

দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের পয়েন্ট ২৮। ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চিলি। কলম্বিয়ার পয়েন্টও ২৬, তাদের গোল পার্থক্যও সমান, তবে কম গোল করায় পিছিয়ে কলম্বিয়া।

পঞ্চম স্থানে থাকা পেরুর পয়েন্ট ২৫। আর্জেন্টিনার পয়েন্টও তাই; দুই দলের গোল ব্যবধানও সমান। তবে কম গোল করায় পিছিয়ে আছে হোর্হে সাম্পাওলির দল।

রাশিয়া যাওয়ার সম্ভাবনা আছে ২৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থাকা প্যারাগুয়েরও।

ফুরফুরে মেজাজে নিশ্চিন্ত ব্রাজিল

বাছাইপর্ব পেরিয়ে সবার আগে বিশ্বকাপে উঠেছে ব্রাজিল। তিতের অধীন বাছাইপর্বে টানা ১১ ম্যাচ অপরাজিত দলটি। তবে শেষ দুই ম্যাচে পয়েন্ট হারিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকা:

দেশ

ম্যাচ

জয়

ড্র

হার

গোল করা

গোল খাওয়া

গোল ব্যবধান

পয়েন্ট

ব্রাজিল

১৭

১১

৩৮

১১

+২৭

৩৮

উরুগুয়ে

১৭

২৮

১৮

+১০

২৮

চিলি

১৭

২৬

২৪

+২

২৬

কলম্বিয়া

১৭

২০

১৮

+২

২৬

পেরু

১৭

২৬

২৫

+১

২৫

আর্জেন্টিনা

১৭

১৬

১৫

+১

২৫

প্যারাগুয়ে

১৭

১৯

২৪

-৫

২৪

একুয়েডর

১৭

২৫

২৬

-১

২০

বলিভিয়া

১৭

১১

১৪

৩৪

−২০

১৪

ভেনেজুয়েলা

১৭

১০

১৮

৩৫

−১৭

এই অঞ্চল থেকে সেরা চার দল সরাসরি খেলবে আগামী বছরের বিশ্বকাপে। পঞ্চম দলটির সুযোগ পেতে হলে প্লে-অফ খেলে জিততে হবে ওশিয়ানিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ডের বিপক্ষে।

একসঙ্গে মাঠে নামছে সবকটি দল

রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শেষ রাউন্ডের এক সঙ্গে মাঠে নামছে সবকটি দল। শুরু হবে বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে পাঁচটায়।

একুয়েডর-আর্জেন্টিনা

ব্রাজিল-চিলি

প্যারাগুয়ে-ভেনেজুয়েলা

পেরু-কলম্বিয়া

উরুগুয়ে-বলিভিয়া

*স্বাগতিক দল আগে