জাতীয় দলকে রবেনের বিদায়

রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব থেকে নেদারল্যান্ডস ছিটকে পড়ার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আরিয়েন রবেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2017, 10:16 PM
Updated : 10 Oct 2017, 10:16 PM

'এ' গ্রুপের শেষ রাউন্ডে সুইডেনকে ২-০ গোলে হারিয়ে পয়েন্টের হিসেবে তাদেরকে ধরে ফেললেও গোল ব্যবধানে পিছিয়ে বাদ পড়ে নেদারল্যান্ডস। প্লে-অফে জায়গা পেতে সাত গোলের ব্যবধানে জয় দরকার ছিল তাদের।

ম্যাচের পরপরই জাতীয় দলকে বিদায় জানান বায়ার্ন মিউনিখের এ ফরোয়ার্ড।

"সিদ্ধান্তটা সহজ ছিল না। কিন্তু আমার বয়স ৩৩। এখন আমাকে ক্লাবের প্রতি পুরো মনযোগ দিতে হবে।"

২০০৩ সালে দেশের হয়ে অভিষেক হওয়া রবেন মঙ্গলবার রাতে ৯৬তম ম্যাচ খেলেন। বিদায়ী ম্যাচে দলের দুটি গোলই করেন ৩৩ বছর বয়সী এই উইঙ্গার। আন্তর্জাতিক ফুটবলে তার মোট গোল ৩৭টি।

ক্লাব ফুটবলে দারুণ সফল এই খেলোয়াড় ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে কোনো শিরোপা না জিতলেও ব্যক্তিগতভাবে বেশ আলো ছড়িয়েছেন। ২০১০ বিশ্বকাপের রানার্সআপ ও ২০১৪ বিশ্বকাপে তৃতীয় হওয়া ডাচ দলের সদস্য ছিলেন তিনি।