দুই গোল করিয়ে ও একটি করে জয়ের নায়ক কেভিন ডে ব্রুইনে।
'এ' গ্রুপের শেষ রাউন্ডে সুইডেনকে ২-০ গোলে হারিয়ে পয়েন্টের হিসেবে তাদেরকে ধরে ফেললেও গোল ব্যবধানে পিছিয়ে বাদ পড়ে নেদারল্যান্ডস। প্লে-অফে জায়গা পেতে সাত গোলের ব্যবধানে জয় দরকার ছিল তাদের।
ম্যাচের পরপরই জাতীয় দলকে বিদায় জানান বায়ার্ন মিউনিখের এ ফরোয়ার্ড।
"সিদ্ধান্তটা সহজ ছিল না। কিন্তু আমার বয়স ৩৩। এখন আমাকে ক্লাবের প্রতি পুরো মনযোগ দিতে হবে।"
ক্লাব ফুটবলে দারুণ সফল এই খেলোয়াড় ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে কোনো শিরোপা না জিতলেও ব্যক্তিগতভাবে বেশ আলো ছড়িয়েছেন। ২০১০ বিশ্বকাপের রানার্সআপ ও ২০১৪ বিশ্বকাপে তৃতীয় হওয়া ডাচ দলের সদস্য ছিলেন তিনি।