নাটকীয় জয় মোহামেডানের
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2017 08:58 PM BdST Updated: 10 Oct 2017 09:09 PM BdST
পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়াল মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রিমিয়ার লিগের ম্যাচে যোগ করা সময়ে মিঠুন চৌধূরীর গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লিমিটেডকে হারিয়েছে দলটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডানের জয়টি ২-১ গোলের। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এলো তারা। মুক্তিযোদ্ধার পয়েন্ট ৭।
প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে আব্বাস ইউনুসার গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। ডি বক্সের মধ্যে হাসানুজ্জামান কায়েসকে মঞ্জুরুর রহমান ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
সমতায় ফিরতে দ্বিতীয়ার্ধের শুরু থেকে মুক্তিযোদ্ধার রক্ষণে চাপ দিতে থাকে মোহামেডান। ৬২তম মিনিটে কাঙ্ক্ষিত গোলও পেয়ে যায় দলটি। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা স্যামসন ইলিয়াসুর ছোট পাস ধরে ডি-বক্সের ভেতর থেকে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলে চিগোজি।

যোগ করা সময়ে এগিয়ে যায় মোহামেডান। গোলরক্ষক মামুন খানের ফ্রি কিক নিয়ন্ত্রণে নিয়ে ইলিয়াসু বল বাড়ান মিঠুনকে। এই ফরোয়ার্ডের নেওয়া শট গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ালে চতুর্থ জয় নিশ্চিত হয়ে মোহামেডানের।
মঙ্গলবার প্রথম ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ১-১ গোলে রুখে দেয় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা