রাশিয়া বিশ্বকাপে পোল্যান্ড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Oct 2017 01:01 AM BdST Updated: 09 Oct 2017 10:56 AM BdST
ড্র-ই যথেষ্ট ছিল, তবে বাছাইপর্বের শেষ রাউন্ডে জিতেই রাশিয়া বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে পোল্যান্ড।
রোববার ‘ই’ গ্রুপে ঘরের মাঠে মন্টেনেগ্রোকে ৪-২ গোলে হারিয়েছে পোল্যান্ড।
১৬ মিনিটের মধ্যে স্বাগতিকরা দুই গোলে এগিয়ে গেলেও ৭৮ ও ৮৩তম মিনিটে দুবার বল জালে পাঠিয়ে ম্যাচে সমতা টানে মন্টেনেগ্রো। দুই মিনিট বাদেই অবশ্য এবারের বাছাইপর্বে নিজের ১৬তম গোলটি করে ফের দলকে এগিয়ে দেন রবের্ত লেভানদোভস্কি। কিছুক্ষণ পর মন্টেনেগ্রোর ডিফেন্ডার স্তইকোভিচের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয়ে যায় পোলিশদের।
১০ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট পেয়েছে পোল্যান্ড।
‘ই’ গ্রুপের আরেক ম্যাচে রোমানিয়ার সঙ্গে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করা ডেনমার্ক ২০ পয়েন্ট নিয়ে হয়েছে রানার্সআপ।
‘এফ’ গ্রুপ থেকে আগেই বিশ্বকাপে উঠে যাওয়া ইংল্যান্ড অষ্টম জয় পেয়েছে। দারুণ ছন্দে থাকা হ্যারি কেইনের ২৭তম মিনিটে পেনাল্টি থেকে করা একমাত্র গোলে লিথুয়ানিয়াকে হারিয়েছে গ্যারেথ সাউথগেটের দল।
অপরাজিত থেকে বাছাইপর্ব শেষ করা ইংল্যান্ডের পয়েন্ট ২৬।
ঘরের মাঠে মাল্টাকে ৩-০ গোলে হারানো স্লোভাকিয়া ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে বাছাইপর্ব শেষ করলো। স্কটল্যান্ডের পয়েন্টও একই, তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা।
শতভাগ সাফল্যের ধারা ধরে রেখেই বাছাইপর্ব শেষ করেছে আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করা জার্মানি। ‘সি’ গ্রুপে শেষ রাউন্ডে ঘরের মাঠে আজারবাইজানকে ৫-১ গোলে হারিয়েছে গতবারের বিশ্বকাপ জয়ীরা। ১০ ম্যাচের সবকটিতে জেতা ইওয়াখিম লুভের দলের পয়েন্ট ৩০।
আরেক ম্যাচে নরওয়ের মাঠে ১-০ গোলে হেরে গেছে গ্রুপ রানার্সআপ নর্দার্ন আয়ারল্যান্ড। তাদের পয়েন্ট ১৯।
ইউরোপ থেকে বাছাইপর্বের নয় গ্রুপের সেরা নয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি সেরা আট রানার্সআপ খেলবে প্লে-অফ। তাদের মধ্যে থেকে চার দল পাবে রাশিয়া বিশ্বকাপে খেলার টিকেট।
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
-
দ্বিতীয় ম্যাচে ড্র করে সিরিজ জিতল বাংলাদেশ
-
দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে কিংসের জয়
-
বিশ্বকাপে খেলা নিয়ে নিশ্চিত নন দি মারিয়া
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ