চট্টগ্রাম আবাহনীকে রুখে দিল সাইফ স্পোর্টিং
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Oct 2017 06:50 PM BdST Updated: 08 Oct 2017 06:54 PM BdST
প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা চট্টগ্রাম আবাহনীকে রুখে দিয়েছে নবাগত দল সাইফ স্পোর্টিং। দুই দলের ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।
অজেয় থাকা চট্টগ্রাম আবাহনী ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। চতুর্থ স্থানে থাকা সাইফ স্পোর্টিংয়ের পয়েন্ট ১৯।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ম্যাচের প্রথম সুযোগটি পায় চট্টগ্রাম আবাহনী। অষ্টাদশ মিনিটে জাহিদ হোসেনের বাড়ানো বলে দুই ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ- আফিজ ওলাওলে ওলাডিপো দুজনে চেষ্টা করলেও কেউ নাগাল পাননি।
২৭তম মিনিটে সাইফ স্পোর্টিংয়ের রহমত মিয়ার নাম্বারের থ্রো ইনে এম্বের আর্লে ভালেন্সিয়া ছুটে এসেও নাগাল পাননি। আলতো টোকার দরকার ছিল বল জালে জড়াতে।
৩৮তম মিনিটে মতিন মিয়া ডি বক্সের ভেতর বল নিয়ে ঢুকেও লক্ষ্যভ্রষ্ট শট নিলে আগের তিন ম্যাচ ড্র করা সাইফ স্পোর্টিংয়ের হতাশা আরও বাড়ে।
প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ থেকে চট্টগ্রাম আবাহনীকে বঞ্চিত করেন পাপ্পু হোসেন। ৪৪তম মিনিটে জাহিদের কর্নার বাঁক খেয়ে জালে ঢুকতে যাওয়ার আগ মুহূর্তে ফিস্ট করে ফেরান গোলরক্ষক।
টানা তিন ম্যাচ জিতে আসা চট্টগ্রাম আবাহনীর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার কমে। ৭৫তম মিনিটে ডি বক্সের ভেতর ফাঁকায় বল পেলেও ভালেন্সিয়া সাইফ স্পোর্টিংকে কাঙ্ক্ষিত গোল এনে দিতে পারেননি।
৮৮তম মিনিটে সাইফ গোলবঞ্চিত হয়। ডান দিক থেকে আক্রমণে ওঠা ভালেন্সিয়ার শট গোলরক্ষককে ফাঁকি দেওয়ার পর ক্রসবারে লেগে ফেরে।
শেষ দিকে রেফারির সিদ্ধান্ত নিয়ে বাজে আচরণ করায় সাইফ স্পোর্টিংয়ের কোচ রায়ান নর্থমোর ও টিম লিডার কিম টাইরন গ্রান্টকে মাঠ ছাড়তে হয়। ম্যাচ শেষে তর্ক করে হলুদ কার্ড পান দলটির মিডফিল্ডার জামাল ভুইয়া।
সহকারী কোচ অমলেশ সেনের মৃত্যুতে আবাহনী লিমিটেড তিন দিনের শোক ঘোষণা করায় রোববার তাদের সঙ্গে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ম্যাচটি পিছিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী সোমবার সন্ধ্যা ৭টায় হবে ম্যাচটি।
-
বেনজেমার শেষের গোলে ড্র মাদ্রিদ ডার্বি
-
উড়ন্ত সিটিকে হারের স্বাদ দিল ইউনাইটেড
-
এবার ফুলহ্যামে ধরাশায়ী লিভারপুল
-
মোহামেডানকে হারিয়ে জয়ে ফিরল শেখ জামাল
-
বয়স নয়, সামর্থ্য দেখেন কুমান
-
লিগের দ্বিতীয় ধাপের দলবদল শুরু সোমবার
-
প্রথম বিভাগ দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক
-
আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
সর্বাধিক পঠিত
- ওসাসুনাকে হারিয়ে আতলেতিকোর সঙ্গে ব্যবধান কমাল বার্সা
- ‘ফাউল কর, মেসিকে ফেলে দাও!’
- ৫২ দিন ও ৬০ ম্যাচের আইপিএলে নেই ‘হোম’ ম্যাচ
- শুক্রবার কোভিড পজিটিভ প্রোটোরিয়াস, রোববার ব্যাটিংয়ে নেমে ৯০
- বিধানসভা ভোটের আগে বিজেপিতে অভিনেতা মিঠুন চক্রবর্তী
- মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত
- গাপটিল ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া
- টিভি সূচি (রোববার, ০৭ মার্চ ২০২১)
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- ঝড়ো ফিফটিতে ইমার্জিং দলের নায়ক শামীম