ওস্তাপেঙ্কোকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে হালেপ

চায়না ওপেনে ফাইনালে ওঠার মধ্য দিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন রোমানিয়ার সিমোনা হালেপ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2017, 01:31 PM
Updated : 7 Oct 2017, 01:41 PM

বেইজিংয়ে শনিবার সেমি-ফাইনালে লাটভিয়ার ইয়েলেনা ওস্তাপেঙ্কোকে ৬-২, ৬-৪ গেমে হারান হালেপ।

বর্তমানে মেয়েদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন স্পেনের গার্বিনে মুগুরুসা। সোমবার প্রকাশ হতে যাওয়া র‌্যাঙ্কিংয়ের পরবর্তী সংস্করণে আনুষ্ঠানিকভাবে তাকে সরিয়ে শীর্ষস্থান দখল করবেন হালেপ।

গত জুনেই শীর্ষে উঠতে পারতেন ২৬ বছর বয়সী হালেপ। কিন্তু ফরাসি ওপেনের ফাইনালে এই ওস্তাপেঙ্কোর কাছে হেরেই প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিততে ব্যর্থ হওয়ার পাশাপাশি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার সে সুযোগও হাতছাড়া করেন তিনি।