ফরাশগঞ্জ-ব্রাদার্সের ড্র

আক্রমণে এগিয়ে থাকা ব্রাদার্স ইউনিয়ন এগিয়েও গিয়েছিল। কিন্তু একমাত্র গোলের অগ্রগামিতা রাখতে পারেনি। শেষ পর্যন্ত ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের সঙ্গে ১-১ ড্র করেছে নিকোলা ভিতোরোভিচের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2017, 12:44 PM
Updated : 7 Oct 2017, 12:45 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পাচ্ছিল না ব্রাদার্স। অষ্টাদশ মিনিটে গোললাইন থেকে বল ফিরিয়ে ফরাশগঞ্জের ত্রাতা ডিফেন্ডার সমরিধা নাবারেক নারাকা। চার মিনিট পর ব্রাদার্সের মোহাম্মদ বিপ্লবের ডি বক্সের ভেতর থেকে নেওয়া শটও লক্ষ্যভ্রষ্ট হয়।

প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায় আগের চার ম্যাচে হেরে আসা ব্রাদার্স। ৪২তম মিনিটে ডি বক্সের ডান দিক থেকে বিপ্লবের উঁচিয়ে মারা শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।

৫১তম মিনিটে সমতায় ফেরে ফরাশগঞ্জ। সাইদ রাকিব খানের শট গোলরক্ষক ফেরানোর পর ফিরতে বল নিখুঁত ভলিতে জালে জড়ান চিনেডু ম্যাথিউ।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোলরক্ষকের দৃঢ়তায় ড্র নিয়ে ফেরে ফরাশগঞ্জ। ডি-বক্সের বাইরে থেকে মিঠুন ভূইয়ার ফ্রি কিক শেষ মুহূর্তে ফিস্ট করে ফেরান বোরহান উদ্দিন।

দশম রাউন্ডে শেষে ফরাশগঞ্জ ও ব্রাদার্স দুই দলের পয়েন্ট ৬ করে।