বিশ্বকাপের প্রস্তুতিপর্বে জার্মানি ও ব্রাজিলের মুখোমুখি ইংল্যান্ড

বিশ্বকাপের জন্য নিজেদের আরও প্রস্তুত করতে নভেম্বরে দুই শক্তিশালী দল জার্মানি ও ব্রাজিলের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2017, 10:36 AM
Updated : 6 Oct 2017, 10:52 AM

ওয়েম্বলিতে বৃহস্পতিবার ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বের 'এফ' গ্রুপে স্লোভেনিয়াকে ১-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে গ্যারেথ সাউথগেটের দল।

লন্ডনে আগামী মাসে জার্মানি ও ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে রোববার বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে লিথুয়ানিয়ার মাঠে খেলতে যাবে ইংল্যান্ড।

ওয়েম্বলিতে ১০ নভেম্বর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির সঙ্গে খেলার চার দিন পর পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে ইংলিশরা।

দিনের অন্য ম্যাচে উত্তর আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকেট পাওয়া ইওয়াখিম লুভের জার্মানি গত মার্চে প্রীতি ম্যাচে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছিল।

আর আগেই বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল বৃহস্পতিবার বলিভিয়ার সঙ্গে ড্র করে। ২০১৩ সালের ফেব্রুয়ারির পর আবারও ওয়েম্বলিতে ফিরবে দক্ষিণ আমেরিকান ফুটবলের পরাশক্তিরা। সেবার ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরেছিল ২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জেতা দলটি।