মেসি-দিবালা জুটিতে ‘ঝুঁকি’ দেখছেন আর্জেন্টিনা কোচ

লিওনেল মেসি ও পাওলো দিবালাকে একসঙ্গে সেরা একাদশে রাখতে চাইছেন না হোর্হে সাম্পাওলি। একসঙ্গে খেলার অভিজ্ঞতা না থাকায় তাদের নিয়ে জুটি গড়া দলের জন্য ঝুঁকি হবে বলে মনে করেন আর্জেন্টিনার এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2017, 07:56 AM
Updated : 5 Oct 2017, 07:56 AM

বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে বুয়েনস আইরেসে শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে পেরু। এই লড়াইয়ে জয়ী দল আগামী বছর সরাসরি রাশিয়া বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের পথে অনেকটা এগিয়ে যাবে।

২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে পেরু। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় পঞ্চম স্থানে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ চার দল সরাসরি রাশিয়া বিশ্বকাপ খেলবে। পঞ্চম স্থানের দলকে বিশ্বকাপের টিকেট পেতে খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের শীর্ষ দল নিউ জিল্যান্ডের সঙ্গে। শেষ দুই রাউন্ডের ম্যাচ তাই মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আর্জেন্টিনা ও পেরু জন্য।

মহাগুরুত্বপূর্ণ হয়ে ওঠা এই ম্যাচের সেরা একাদশ নিয়ে নিজের পরিকল্পনা জানাতে গিয়ে মেসি-দিবালা জুটি অনেকটা নাকচ করে দেন সাম্পাওলি।

“মেসি-দিবালা জুটি নিয়ে কাজ করার সময় যেহেতু নেই, সেহেতু যেটা বাস্তব, আমাদের সে পথেই যাওয়া উচিত।”

চলতি মৌসুমেও ইউভেন্তুসের হয়ে আলো ছড়াচ্ছেন দিবালা। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১২ গোল। কদিন আগে দিবালাই বলেছিলেন, পজিশন এক হওয়ায় মেসির সঙ্গে খেলাটা তার জন্য কঠিন। সাম্পাওলি উঠতি ফরোয়ার্ডের কথায় অবশ্য মন্দ কিছু দেখছেন না।

“আমি দিবালার কথায় মন্দকিছু দেখছি না। সে বলেছে, সে মেসির সঙ্গে খেলতে পেরে খুশি কিন্তু সে শুধু নিজের জায়গাটা খুঁজে পাচ্ছে না।”

দলকে গোল এনে দেওয়ার জন্য মেসির গুরুত্বটা নতুন করে আবারও বলেছেন সাম্পাওলি।

“যখন আমরা ৪-২-৩-১ ফরমেশনে খেলি, তখন সে আরও সামনে থাকে; সবসময়ই বক্সের কাছে খেলে। বক্সের কাছ থেকে তাকে দূরে নেওয়াটা মানে আমাদের সেরা খেলোয়াড়টাকে গোল করার জায়গা থেকে দূরে সরিয়ে দেওয়া।” 

“মাঠের শেষ তৃতীয়াংশে সে যে গোল করার জন্য গুরুত্বপূর্ণ, এটা তাকে বোঝানো আমার কাজ।”