‘বার্সার পাওলিনিয়োতে’ মুগ্ধ ব্রাজিল কোচ

এভারগ্রান্দে ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়ে পাওলিনিয়ো আরও বিকশিত হয়েছে মনে করেন ব্রাজিল কোচ তিতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2017, 07:53 AM
Updated : 5 Oct 2017, 07:54 AM

৪ কোটি ইউরোয় বার্সেলোনায় যোগ দেওয়া পাওলিনিয়ো ব্রাজিল দলেও নির্ভরযোগ্য খেলোয়াড়। তিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব নেওয়ার পর থেকে এই মিডফিল্ডার আলো ছড়াচ্ছেন আরও বেশি। বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের জালে হ্যাটট্রিকও আছে তার।

বার্সেলোনার হয়েও ছন্দে আছেন পাওলিনিয়ো। মাঝমাঠ সামলানোর সঙ্গে স্পেনের দলটির হয়ে শুরুর আট ম্যাচে দুই গোল করেছেন। এর মধ্যে একটি আবার গেতাফের বিপক্ষে শেষ দিকে জেতা ম্যাচে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টায় বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার মাঠে খেলতে নামবে ব্রাজিল। বাছাই পর্ব থেকে সবার আগে রাশিয়া বিশ্বকাপের টিকেট পেয়েছে তিতের দল। বলিভিয়ার বিপক্ষে ম্যাচের সংবাদ সম্মেলনে পাওলিনিয়োকে নিয়ে নিজের উচ্ছ্বাস জানান ব্রাজিল কোচ।

“আমি মনে করি, পাওলিনিয়ো বিকশিত হচ্ছে এবং সে তার মান আরও ওপরে নিচ্ছে। বার্সেলোনার সমর্থন ও সহযোগিতাপূর্ণ খেলার কাঠামোর কারণে সে এটা পারছে বলে আমার মনে হয়।”

“সে বক্স টু বক্স খেলোয়াড়, কিন্তু তার ভালো ফুটবল জ্ঞান এবং কল্পনাশক্তি আছে, যেটা তার খেলার সেরা দুটি গুণ। এ কারণে সে বার্সেলোনায় খুব ভালো করবে।”