জয়ে ফিরল মোহামেডান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Oct 2017 08:58 PM BdST Updated: 04 Oct 2017 09:01 PM BdST
টানা দুই ড্রয়ের পর প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আরামবাগ ক্রীড়া সংঘকে ৩-১ গোলে হারিয়েছে ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দলটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার রাতে দশম মিনিটে এগিয়ে যেতে পারত আরামবাগ। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও শট নিতে দেরি করেন এলামলি বুকোলা। গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডার মিন্টু শেখ স্লাইড করে নাইজেরিয়ার এই ফরোয়ার্ডকে আটকান। অষ্টাদশ মিনিটে এলামলির আরেকটি প্রচেষ্টা পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
২০তম মিনিটে স্যামসন ইলিয়াসুর দারুণ গোলে এগিয়ে যায় মোহামেডান। ডি বক্সের ভেতর থেকে আরামবাগের এক ডিফেন্ডার হেড করার পর বাইরে থেকে নাইজেরিয়ার এই ফরোয়ার্ডের দূরপাল্লার ভলি চোখের পলকে জালে জড়ায়।
৫৪তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও কিংসলে চিগোজি ব্যবধান বাড়াতে পারেননি। নাইজেরিয়ার এই ফরোয়ার্ডের শট গোললাইন থেকে ফেরান মোহাম্মদ আতিকুজ্জামান।
প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় মোহামেডান। এক ডিফেন্ডারকে কাটিয়ে ২৫ গজ দূর থেকে ইলিয়াসুর নেওয়া জোরালো শটে পরাস্ত গোলরক্ষক মাহফুজ হাসান প্রীতম।
ডি বক্সের ভেতর থেকে পাওয়া বলে শাহরীয়ার বাপ্পীর শট ঠিকানা খুঁজে পেলে ৮৪তম মিনিটে ব্যবধান কমায় আরামবাগ। কিন্তু শেষ পর্যন্ত সমতায় ফেরা গোলের দেখা পায়নি মারুফুল হকের দল।
উল্টো যোগ করা সময়ে গোল হজম করে আরামবাগ। মোহামেডানের এক খেলোয়াড়ের শট ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি গোলরক্ষক; দ্রুত দৌড়ে এসে সুযোগ কাজে লাগান নাইজেরিয়ার ফরোয়ার্ড কিংসলে।
নয় ম্যাচে তৃতীয় জয় পাওয়া মোহামেডানের পয়েন্ট ১১; ষষ্ঠ হারের স্বাদ পাওয়া আরামবাগের পয়েন্ট ৭।
বুধবার প্রথম ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে ১-১ ড্র করে সাইফ স্পোর্টিং। নয় ম্যাচে সাইফ ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। শেখ রাসেলের পয়েন্ট ১২।
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
পগবার ভাইকে দলে টানল মোহনবাগান
-
রেকর্ড ফিতে নাইজেরিয়ান ফরোয়ার্ডকে নিল ফরেস্ট
-
মেজর লিগ সকারের দলে ‘যোগ দিচ্ছেন’ বেল
-
'গোল যদি ১০টা দেওয়া যায়, দশটাই দিতে চাইব'
-
সাবিনাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে বললেন কোচ
-
বাফুফেতে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
-
ডার্বি কাউন্টির কোচের পদ ছাড়লেন রুনি
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো