‘পিএসজিতে নেইমার-এমবাপে-আলভেসের দারুণ প্রভাব পড়েছে’

নেইমার, কিলিয়ান এমবাপে ও দানি আলভেসের আগমণে নতুন মৌসুমে দারুণ ছন্দে পিএসজি। ক্লাবটিতে এই তিন তারকা খেলোয়াড়ের দারুণ প্রভাবে উচ্ছ্বসিত মিডফিল্ডার আদ্রিওঁ রাবিও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2017, 11:33 AM
Updated : 4 Oct 2017, 11:33 AM

নতুন কিছু খেলোয়াড় নিয়ে এবারের মৌসুমটা অসাধারণভাবে শুরু করেছে গত মৌসুমে মোনাকোর কাছে লিগ ওয়ান শিরোপা হারানো পিএসজি। এখন পর্যন্ত কোনো ম্যাচ না হেরে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। দুই ম্যাচের দুটিতেই জিতে চ্যাম্পিয়ন্স লিগের ‘বি’ গ্রুপেও তাদের অবস্থান সবার উপরে।

দলের এমন ছন্দের পেছনে নেইমার, এমবাপে ও আলভেসের ভূমিকা দেখছেন মিডফিল্ডার রাবিও।

“নেইমার একটি বিস্ময়- গত মৌসুমে আমরা এটা উপলব্ধি করতে পেরেছিলাম, যখন কাম্প নউয়ে সে অনেকটা একাই চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্ব থেকে আমাদের বিদায় করে দিয়েছিল। তাকে আমাদের বিপক্ষে পাওয়ার চেয়ে আমাদের সঙ্গে পাওয়াটা অবশ্যই ভালো।”

“এমবাপে দেখিয়েছে, তার অসাধারণ প্রতিভা আছে এবং এই প্রতিভার কোনো বয়স নেই। কিলিয়ানের সামনে চমৎকার একটি ভবিষ্যৎ রয়েছে।”

“তারা (নেইমার ও এমবাপে) দলের দুই তারকা। কিন্তু দানি আলভেসের গুরুত্বটা ভুলে যাবেন না। সে একজন নেতা, হয়তো আড়ালে – অনুশীলন সেশনে ও ম্যাচগুলোতে।”

মাঝ মাঠের খেলোয়াড় চিয়াগো মোত্তা ও মার্কো ভেরাত্তিরও প্রশংসা করেছেন রাবিও। তাদের সঙ্গে খেলে উপভোগ করার পাশাপাশি উন্নতিও করছেন বলে জানিয়েছেন ফরাসি এই খেলোয়াড়।