বাকি মৌসুম বিশ্রাম নেবেন আনচেলত্তি

চলতি মৌসুমের বাকিটা সময় বিশ্রাম নেবেন বলে জানিয়েছেন বায়ার্ন মিউনিখ থেকে বরখাস্ত হওয়া কোচ কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2017, 11:46 AM
Updated : 3 Oct 2017, 11:46 AM

দলের বাজে পারফরম্যান্সের কারণে গত বৃহস্পতিবার ইতালিয়ান এই কোচকে ছাঁটাই করে বায়ার্ন। আগের রাতেই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে পিএসজির মাঠে ৩-০ গোলে হেরেছিল বুন্ডেসলিগার চ্যাম্পিয়নরা।

আনচেলত্তিকে পেতে এরই মধ্যে আর্সেনাল ও এসি মিলান আগ্রহ দেখিয়েছে বলে গুঞ্জন আছে। তবে আপাতত কোনো দায়িত্ব নিতে চান না ৫৮ বছর বয়সী এই কোচ। বিশ্রাম শেষে আগামী মৌসুমে কোচিংয়ে ফেরার ইচ্ছা তার।

“আমি এখন আগামী ১০ মাস বিশ্রাম নেব। নতুন কোনো দলের দায়িত্ব নেব না।”

পেপ গুয়ার্দিওলার স্থলাভিষিক্ত হওয়া আনচেলত্তি বায়ার্নে কেবল এক বছরের কিছু বেশি সময় দায়িত্ব পালন করেছেন। তার অধীনে ২০১৬-১৭ মৌসুমে বুন্ডেসলিগার শিরোপা ধরে রাখে বায়ার্ন। হাতছাড়া হয় জার্মান কাপ। সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়েছিল দলটি। আর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালেই শেষ হয় তাদের পথচলা।