স্পেন দল থেকে সরে দাঁড়াতে প্রস্তুত পিকে
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Oct 2017 03:44 PM BdST Updated: 02 Oct 2017 04:00 PM BdST
কাতালুনিয়ার স্বাধীনতার প্রশ্নে গণভোট নিয়ে স্পেনের রাজনীতি যখন উত্তপ্ত তখন বার্সেলোনার জেরার্দ পিকে জানিয়েছেন, দেশটির জাতীয় দল থেকে সরে দাঁড়াতে প্রস্তুত তিনি।
রোববার দর্শকশূন্য কাম্প নউয়ে লাস পালমাসের বিপক্ষে খেলায় কষ্ট পেয়েছেন পিকে। জানিয়েছেন, এটা তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে অভিজ্ঞতা। লিওনেল মেসির জোড়া গোলে ম্যাচটি ৩-০ ব্যবধানে জিতেছে বার্সেলোনা। অন্য গোলটি করেন সের্হিও বুসকেতস।
ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে ছিল অনেক অনিশ্চয়তা। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের আনুমানিক ৩০ মিনিট আগে দর্শকশূন্য মাঠে খেলার সিদ্ধান্ত হয়। দর্শকদের বাইরে রাখায় ভীষণ কষ্ট পেয়েছেন পিকে।
ম্যাচ শেষে কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, "ম্যাচটা খেলা সত্যিকার অর্থেই অনেক কঠিন ছিল। একজন পেশাদার খেলোয়াড় হিসেবে এটা আমার সবচেয়ে বাজে অভিজ্ঞতা।"
"(ড্রেসিং রুমে) আমরা সবাই আমাদের মতামত দিয়েছিলাম। সুবিধা-অসুবিধা উভয়ই ছিল, কিন্তু শেষে আমরা খেলার সিদ্ধান্ত নেই। আমি জানি, অনেক সমর্থক আছে যারা এই সিদ্ধান্তটা বুঝেনি।"
শুরু থেকেই গণভোট আয়োজনের পক্ষে অবস্থান নেওয়া পিকে ভোট দিতে জনগনকে উৎসাহিত করেছেন; নিজেও ভোট দিয়েছেন। যদিও স্পেনের সরকার এই গণভোটকে আইনবিরুদ্ধ বলছে। এসব কারণে সমালোচনার শিকার হয়েছেন বার্সেলোনার এই ডিফেন্ডার। আর তাতে শঙ্কায় পড়েছে স্পেনের হয়ে ৩০ বছর বয়সী এই ফুটবলারের আন্তর্জাতিক ক্যারিয়ার।
এ ব্যাপারে পিকে বলেন, "যদি কেউ মনে করে, আমি ফেডারেশনের জন্য সমস্যা তাহলে বিশ্বকাপের আগেই আমি জাতীয় দল থেকে সরে দাঁড়াবো।"
রোববার স্বায়ত্তশাসিত কাতালুনিয়ায় স্বাধীনতার প্রশ্নে গণভোটে ৪২ দশমিক তিন শতাংশ ভোট পড়ে। ভোটারদের ৯০ শতাংশ স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছেন বলে জানিয়েছেন কাতালান কর্মকর্তারা।
-
‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
-
লিভারপুলের প্রতিশোধ নেওয়ার থাকলে রিয়ালেরও আছে: আনচেলত্তি
-
৫ বছরে তিন ফাইনাল লিভারপুলের জন্য স্পেশাল: ক্লপ
-
রাডুকানুর পর কেরবারকে বিদায় করে দিলেন সাসনোভিচ
-
থিয়াগো ও ফাবিনিয়োকে পেয়ে পূর্ণ শক্তির লিভারপুল
-
ইন্দোনেশিয়া পৌঁছেছে দল, শনিবার থেকে অনুশীলন
-
‘এমবাপেকে না পাওয়াটা রিয়ালের জন্য বড় হতাশার’
-
‘অভিজ্ঞতায় রিয়াল এগিয়ে থাকলেও ফাইনালে কেউ ফেভারিট নয়’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন