আতালান্তার মাঠে ইউভেন্তুসের হোঁচট

চলতি মৌসুমে ঘরোয়া লিগে প্রথম পয়েন্ট হারিয়েছে ইউভেন্তুস। আতালান্তার বিপক্ষে দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্রয়ের হতাশায় মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2017, 09:39 PM
Updated : 1 Oct 2017, 09:54 PM

রোববার রাতে সেরি আয় প্রতিপক্ষের মাঠ থেকে ২-২ গোলে ড্র করে ফিরেছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

২১তম মিনিটে ইতালির ফরোয়ার্ড ফেদেরিকো বের্নার্দেস্কির গোলে এগিয়ে যায় টানা ছয়বারের লিগ চ্যাম্পিয়ন ইউভেন্তুস।

তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন দুই ম্যাচ পর প্রথম একাদশে ফেরা গনসালো হিগুয়াইন। এ মৌসুমে দলে আসা বের্নার্দেস্কির পাস ধরে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের বাধা এড়িয়ে কোনাকুনি শটে গোলটি করেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার।

এবারের লিগে হিগুয়াইনের এটা তৃতীয় এবং সব মিলিয়ে চতুর্থ গোল। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে অলিম্পিয়াকোসের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে প্রথম গোলটি করেছিলেন তিনি।

৩১তম মিনিটে ইতালির ডিফেন্ডার মাত্তিয়া কালদারা ও ৬৭তম মিনিটে তার স্বদেশি মিডফিল্ডার ব্রায়ান ক্রিসতান্তে গোল করলে জয়বঞ্চিত হয় ইউভেন্তুস।

সাত ম্যাচের প্রথম ছয়টিতে জেতা ইউভেন্তুস ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে বেনেভেন্তোকে ২-১ গোলে হারানো ইন্টার মিলান।

আর দিনের প্রথম ম্যাচে কাইয়ারিকে ৩-০ গোলে হারিয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি।