কৌতিনিয়োর গোলে এগিয়ে গিয়ে ড্র লিভারপুলের

দারুণ ফর্মে থাকা ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়োর গোলে এগিয়ে গেলেও নিউক্যাসল ইউনাইটেডের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারেননি লিভারপুল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2017, 06:41 PM
Updated : 1 Oct 2017, 06:41 PM

রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ ড্র হয়। ‍দুটি গোলই হয় প্রথমার্ধে।

২৯তম মিনিটে বাঁ দিক থেকে আক্রমণে ওঠা কৌতিনিয়ো ৩০ গজ দূর থেকে ডান পায়ের বাঁকানো শটে উপরের বাঁ কোণ দিয়ে বল জালে পাঠান।

লিভারপুলের এগিয়ে যাওয়ার আনন্দ টিকেছিল মাত্র সাত মিনিট। সেলভির বাড়ানো বল থেকেই গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ ফরোয়ার্ড হোসেলু।

সাত ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া লিভারপুল আছে লিগের সপ্তম স্থানে।

রোববার প্রথম ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে নিজেদের মাঠে ২-০ গোলে হারায় আর্সেনাল। ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্সেন ভেঙ্গারের দল।

শনিবার চেলসিকে ১-০ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যানচেস্টার ইউনাইটেড সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে।

১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শনিবারের আরেক ম্যাচে হ্যারি কেইনের জোড়া গোলে হাডার্সফিল্ড টাউনের মাঠে ৪-০ গোলে জেতা টটেনহ্যাম হটস্পার।

আর্সেনালের সমান ১৩ পয়েন্ট চেলসিরও। তবে গোল ব্যবধানে এগিয়ে চতুর্থ স্থানে গতবারের চ্যাম্পিয়নরা।