ফের বায়ার্নের হোঁচট

কার্লো আনচেলত্তিকে সরিয়ে উইলি সাইনলের কাঁধে দায়িত্ব দিয়েও ব্যর্থতা পিছু ছাড়াতে পারেনি বায়ার্ন মিউনিখ। বুন্ডেসলিগায় টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2017, 04:20 PM
Updated : 1 Oct 2017, 04:20 PM

রোববার হের্টা বার্লিনের মাঠ থেকে ২-২ গোলে ড্র করে ফিরেছে বায়ার্ন। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ জয়হীন রইলো জার্মান চ্যাম্পিয়নরা।

এর মধ্যে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে পিএসজির মাঠে ৩-০ গোলে হারে দলটি। ওই পরাজয়ের পর চাকরি হারান আনচেলত্তি।

অন্তবর্তীকালীন কোচ সাইনলের অধীনে প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখানো বায়ার্নের গোল পেতে দেরি হয়নি। দশম মিনিটে মাটস হুমেলসের হেডে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন রবের্ত লেভানদোভস্কি।

এরপরেই জ্বলে ওঠে স্বাগতিকরা। পাঁচ মিনিটের ব্যবধানে অন্দ্রেই দুদা ও সালোমন কালু বল জালে জড়ালে জয়বঞ্চিত হয় বায়ার্ন।

সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বায়ার্ন। ৫ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বরুসিয়া ডর্টমুন্ড।