মনরিল-আইওবির গোলে আর্সেনালের জয়

সাড়ে চার বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের দেখা পেলেন নাচো মনরিল। সঙ্গে আলেক্স আইওবির গোলে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে হারিয়েছে আর্সেনাল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2017, 12:59 PM
Updated : 1 Oct 2017, 01:44 PM

রোববার এমিরেটস স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুরে শুরু হওয়া ম্যাচে প্রিমিয়ার লিগের নবাগত দলটিকে ২-০ গোলে হারিয়েছে আর্সেন ভেঙ্গারের দল।

ঘরের মাঠে ষষ্ঠদশ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। এক্তর বেইয়েরিনের জোরালো শট এক জনের গায়ে লেগে প্রতিহত হলে ফিরতি বল বুক দিয়ে নামিয়ে ডান পায়ের শটে গোল করেন আরেক স্প্যানিশ ডিফেন্ডার নাচো মনরিল।

২০১৩ সালের মার্চের পর লিগে গোল পেলেন মনরিল। আর্সেনালের হয়ে লিগে এটা তার দ্বিতীয় গোল।

২৩তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার লি মার্চের ফ্রি-কিক পোস্টে লাগলে বেঁচে যায় স্বাগতিকরা।

৫৬তম মিনিটে দারুণ গোছানো এক আক্রমণে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্স আইওবি। গোলটিতে বড় অবদান আলেক্সিস সানচেসের। ডি-বক্সে দুজনের মধ্যে দিয়ে তার বাড়ানো ব্যাকহিল ফাঁকায় পেয়ে জোরালো কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন নাইজেরিয়ার ফরোয়ার্ড আইওবি।

লিগে সাত ম্যাচে চতুর্থ জয়ে আর্সেনালের পয়েন্ট ১৩।

শনিবার চেলসিকে ১-০ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যানচেস্টার ইউনাইটেড সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে।

১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শনিবারের আরেক ম্যাচে হ্যারি কেইনের জোড়া গোলে হাডার্সফিল্ড টাউনের মাঠে ৪-০ গোলে জেতা টটেনহ্যাম হটস্পার।

আর্সেনালের সমান ১৩ পয়েন্ট চেলসিরও। তবে গোল ব্যবধানে এগিয়ে গতবারের চ্যাম্পিয়নরা।