নেইমারের পেনাল্টি নেওয়া নির্ধারিত ছিল

নেইমার না কাভানি- পেনাল্টি কে নেবেন? বোর্দোর বিপক্ষে ম্যাচে এ নিয়ে কোনো ঝামেলাই হয়নি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2017, 05:13 AM
Updated : 1 Oct 2017, 09:16 AM

দুই তারকার মধ্যে ঝামেলা মেটাতে পিএসজি কোচ জানিয়েছিলেন, পালাক্রমে স্পটকিক নেবেন তারা। বোর্দোর বিপক্ষে ম্যাচের পর দলটির ডিফেন্ডার তমাস মুনিয়ে জানালেন, প্রথম পেনাল্টি নেইমারের নেওয়াটা আগে থেকে নির্ধারিত ছিল।

গত শনিবার রাতে বোর্তোকে ৬-২ গোলে গুঁড়িয়ে দেওয়া ম্যাচে জোড়া গোল করেন নেইমার। দ্বিতীয় গোলটি পেনাল্টি থেকে।

গত সেপ্টেম্বরে লিওঁর বিপক্ষে ম্যাচে এদিনসন কাভানির সঙ্গে পেনাল্টি নেওয়া নিয়ে মতভেদ দেখা দেয় নেইমারের। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বিষয়টি অস্বীকার করেন কদিন আগে।

কিন্তু মুনিয়ের কথায় পরিষ্কার হয়ে গেল, পিএসজি কোচ উনাই এমেরিই দুই তারকার মধ্যের ঝামেলা মিটিয়েছেন।

“(কে প্রথম পেনাল্টি নেবে) সেটা কোচের সঙ্গে বসে আগেই ঠিক করা হয়েছিল। যদি সেখানে আরেকটা পেনাল্টি পাওয়া যেত, তাহলে সেটা এদি (এদিনসন কাভানি) নিত।”

৪০তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ওতাভিওর হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গড়ানো শটে বাঁ কোণ দিয়ে লক্ষ্যভেদ করেন নেইমার।

পিএসজির বড় জয়ে গোল পেয়েছেন কাভানিও; দ্বাদশ মিনিটে উরুগুয়ের এই ফরোয়ার্ডের গোলটি নেইমারের তৈরি করে দেওয়া। মুনিয়ে ছাড়া দলের বাকি দুই গোলদাতা কিলিয়ান এমবাপে, ইউলিয়ান ড্রাক্সলার।