ওল্ড ট্র্যাফোর্ডে সহজ জয় ইউনাইটেডের

মারোয়ান ফেলাইনির জোড়া গোল আর ফর্মে থাকা রোমেলু লুকাকুর লক্ষ্যভেদে ক্রিস্টাল প্যালেসকে সহজেই হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2017, 04:25 PM
Updated : 30 Sept 2017, 04:25 PM

ওল্ড ট্র্যাফোর্ডে ৪-০ গোলের জয়ে আপাতত প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে জোসে মরিনিয়োর দল।

নিজেদের মাঠে শনিবার ম্যাচের তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে নেন হুয়ান মাতা। মার্কাস র্যা শফোর্ডের কাট ব্যাক থেকে পাওয়া বলে ১০ গজ দূর থেকে শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্পেনের এই ফরোয়ার্ড।

৩৫তম মিনিটে ডান দিক থেকে এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে অ্যাশলি ইংয়ের বাড়ানো বল দূরের পোস্টে থাকা ফেলাইনি ভলিতে জালে পাঠান।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান আরও বাড়িয়ে লিগে ষষ্ঠ জয় অনেকটাই নিশ্চিত করে নেয় মরিনিয়োর দল। বাঁ দিক থেকে নেওয়া র্যা শফোর্ডের ফ্রি-কিক নিখুঁত হেডে জালে জড়ান বেলজিয়ামের মিডফিল্ডার ফেলাইনি।

৮৬তম মিনিটে অঁতনি মার্সিয়ালের বাড়ানো বল ধরে শটে জালে পাঠান লুকাকু।

ইউনাইটেডের হয়ে ১০ ম্যাচে ১১ গোল হলো বেলজিয়ামের এই ফরোয়ার্ডের।

৭ ম্যাচে ষষ্ঠ জয় পাওয়া ইউনাইটেডের পয়েন্ট ১৯। সাত ম্যাচের প্রতিটিতেই হারা ক্রিস্টাল প্যালেস এখনও গোলের দেখা পায়নি।

শনিবার অন্য ম্যাচে ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইনের জোড়া গোলে হাডার্সফিল্ড টাউনের মাঠ থেকে ৪-০ গোলের জয় নিয়ে ফিরেছে টটেনহ্যাম হটস্পার্স। ৭ ম্যাচে দলটির পয়েন্ট ১৪ পয়েন্ট।