স্পেনের হয়ে খেলতে পেরে গর্বিত পিকে

কাতালুনিয়া রাজ্যের স্বাধীনতা প্রশ্নের গণভোটে সমর্থন দিলেও স্পেনের হয়ে খেলতে পেরে সবসময়ই গর্ববোধ করেন বলে জানিয়েছেন জেরার্দ পিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2017, 12:03 PM
Updated : 30 Sept 2017, 12:03 PM

অক্টোবরের শুরুতে বিশ্বকাপের বাছাইপর্বে আলবেনিয়া ও ইসরাইলের মুখোমুখি হবে স্পেন। ৬ অক্টোবর আলবেনিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলার তিন দিন পর ইসরাইলের মাঠে খেলবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্বাধীনতা প্রশ্নে ১ অক্টোবর কাতালুনিয়ায় গণভোট হওয়ার কথা। তাতে স্বাধীন মত প্রকাশে সবার প্রতি আহ্বান জানানো পিকে স্পেনের হয়ে ৯১টি ম্যাচ খেলেছেন। বাছাইপর্বের পরের দুই ম্যাচেও হুলেন লোপেতেগির দলে থাকায় আনন্দিত বার্সেলোনার এই সেন্টার-ব্যাক।

"ফিরতে পেরে আমি খুবই খুশি। দেখুন, প্রথম ম্যাচটি যদি জিততে পারি তাহলে আমরা উতরে যাব। এটা গুরুত্বপূর্ণ।"

"আমি সবসময় বলেছি, জাতীয় দলের হয়ে খেলা গর্বের বিষয় এবং দারুণ এক অনুপ্রেরণা। মূল বিষয় হলো, কোচ আমাকে আবারও ডেকেছেন আর এর অর্থ, আমি ভালো করছি।"

আট ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে স্পেন। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ইতালি। গোল পার্থক্যে অনেক এগিয়ে থাকায় শেষ দুই রাউন্ডের একটিতে জিতলেই গ্রুপের শীর্ষে থেকে রাশিয়া বিশ্বকাপে উঠে যাবে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।