ইউভেন্তুসের জয়ে হিগুয়াইনের গোল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Sep 2017 04:09 AM BdST Updated: 28 Sep 2017 04:24 AM BdST
গোল-খরা কাটলো গনসালো হিগুয়াইনের। চ্যাম্পিয়ন্স লিগে গ্রিসের অলিম্পিয়াকোসকে হারিয়েছে আর্জেন্টাইন স্ট্রাইকারের দল ইউভেন্তুস।
Related Stories
গতবারের রানার্সআপদের ২-০ ব্যবধানের জয়ে অন্য গোলটি মারিও মানজুকিচের। ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচে বার্সেলোনার মাঠে ৩-০ গোলে হেরেছিল ইতালির ক্লাবটি।
বুধবার রাতে নিজেদের মাঠে প্রথমার্ধে অনেক আক্রমণ করেও গোলের দেখা পায়নি ইউভেন্তুস। ৬০তম মিনিটে হুয়ান কুয়াদরাদোকে বসিয়ে হিগুয়াইনকে নামান কোচ। মাঠে নামার নয় মিনিট পরেই কাঙ্ক্ষিত গোল এনে দেন এই স্ট্রাইকার।
আলেক্স সান্দ্রোর পাস পেয়ে নেওয়া তার প্রথম শট এক জনের পায়ে লাগার পর ফিরতি শটে মৌসুমে নিজের তৃতীয় গোলটি করেন হিগুয়াইন।
সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচ পর গোল পেলেন হিগুয়াইন।
৮০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মানজুকিচ। হিগুয়াইনের পাস ধরে দিবালার নেওয়া শট গোলরক্ষককে পরাস্ত করে জালে ঢুকতে যাচ্ছিল; কিন্তু শেষ মুহূর্তে ঠেকিয়ে দেন এক ডিফেন্ডার। তবে ফিরতি বল ক্রোয়েশিয়ার স্ট্রাইকারের গায়ে লেগে জালে ঢোকে।


‘বি’ গ্রুপে নিজেদের মাঠে নেইমার, এদিনসন কাভানি ও দানি আলভেসের গোলে বায়ার্ন মিউনিখকে হারিয়েছে পিএসজি। ৩-০ গোলের দারুণ জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষেই থাকল ফরাসি দলটি।
গ্রুপের অন্য ম্যাচে বেলজিয়ামের অ্যান্ডারলেখটকে ৩-০ গোলে হারানো স্কটল্যান্ডের ক্লাব সেল্টিক বায়ার্নের সমান ৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে আছে।
‘এ’ গ্রুপে জয়ের ধারা ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোমেলু লুকাকুর জোড়া গোলে সিএসকেএ মস্কোর মাঠে ৪-১ গোলে জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জোসে মরিনিয়োর দল।
গ্রুপের অন্য ম্যাচে বেনফিকাকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া সুইজারল্যান্ডের বাসেল ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে মস্কো।
‘সি’ গ্রুপে আতলেতিকো মাদ্রিদের মাঠে দারুণ এক জয় পেয়েছে চেলসি। প্রথমার্ধে অঁতোয়ান গ্রিজমানের গোলে পিছিয়ে পড়ার পর আলভারো মোরাতা সমতা ফেরান। আর শেষ মুহূর্তে মিচি বাতসুয়াইয়ের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আন্তোনিও কোন্তের দল।
অন্য ম্যাচে কারাবাখকে ২-১ গোলে হারানো ইতালির ক্লাব রোমা ৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। আতলেতিকোর পয়েন্ট ১। কারাবাখের পয়েন্ট শূন্য।
-
শিরোপার আরও কাছে কিংস
-
আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির বিশ্বকাপ জয়ের নায়ক গোটসের আক্ষেপ
-
বীরোচিত জয়ের পরও সেমিতে খেলা নিয়ে শঙ্কায় নাদাল
-
রেকর্ড দর্শকের সামনে ইংল্যান্ডের কষ্টের জয়
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
টিভিতে আজ
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- শাস্তি পেল বাংলাদেশ দল
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ