কৌতিনিয়োর গোলে রক্ষা লিভারপুলের

চ্যাম্পিয়ন্স লিগে প্রথমে পিছিয়ে পড়ে ফিলিপে কৌতিনিয়োর গোলে স্পার্তাক মস্কোর মাঠ থেকে ১ পয়েন্ট নিয়ে ফিরেছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক দল ম্যানচেস্টার সিটি অবশ্য নিজেদের মাঠে শাখতার দোনেৎস্ককে হারিয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2017, 09:28 PM
Updated : 26 Sept 2017, 09:28 PM

মঙ্গলবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচে স্পার্তাক মস্কোর সঙ্গে ১-১ ড্র করে লিভারপুল।  আর ইতিহাদ স্টেডিয়ামে শাখতারকে ২-০ গোলে হারায় পেপ গুয়ার্দিওলার সিটি।

নিজেদের মাঠে সমর্থকদের আনন্দে ভাসিয়ে ২৩তম মিনিটে এগিয়ে যায় স্পার্তাক মস্কো। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফের্নান্দোর ফ্রি কিক ঠিকানা খুঁজে পায়।

৩১তম মিনিটে লিভারপুল শিবিরে স্বস্তি ফেরে। সাদিও মানেকে পাস দিয়ে বাঁ দিক দিয়ে দ্রুত বক্সে ঢুকে যান কৌতিনিয়ো। মানের ফিরতি পাস নিখুঁত শটে জালে জড়িয়ে দেন ব্রাজিলের এই মিডফিল্ডার।

এ নিয়ে টানা দুই ম্যাচ ড্র করল লিভারপুল। ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইয়ুর্গেন ক্লপের দল। মারিবোরকে হারিয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্পেনের দল সেভিয়া।

ডি ব্রুইন-স্টার্লিংয়ের গোলে  সিটির জয়

সের্হিও আগুয়েরো পেনাল্টি থেকে লক্ষ্যভেদে ব্যর্থ হলেও জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। কেভিন ডি ব্রুইন দলকে এগিয়ে নেওয়ার পর ম্যাচের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন রাহিম স্টার্লিং।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় সিটি। ৪৮তম মিনিটে দাভিদ সিলভার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের বাঁকানো শটে গোলরক্ষককে পরাস্ত করেন ডি ব্রুইন।

৭২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ নষ্ট করেন আগুয়েরো। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের স্পট কিক ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ফেরান গোলরক্ষক। ডি বক্সের মধ্যে সানে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

শেষ সময়ে ব্যবধান দ্বিগুণ করা গোল পায় সিটি। ৯০তম মিনিটে বের্নান্দো সিলভার কাটব্যাক থেকে লক্ষ্যভেদ করেন স্টার্লিং।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপে শীর্ষে রয়েছে সিটি। মঙ্গলবার রাতে নিজেদের মাঠে ফেইনুর্ডকে ৩-১ গোলে হারানো নাপোলি ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। নাপোলির সমান ৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে থাকা শাখতার রয়েছে তৃতীয় স্থানে।

‘জি’ গ্রুপে জয়ের ধারায় আছে বেসিকতাস। জার্মানির লাইপজিগকে ২-০ গোলে হারিয়েছে তুরস্কের ক্লাবটি।  প্রথম ম্যাচে তারা ৩-১ গোলে পোর্তোকে হারিয়েছিল।

এই গ্রুপের অন্য ম্যাচে ফ্রান্সের মোনাকোকে ৩-০ ব্যবধানে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়ন পর্তুগালের দল পোর্তো। 

আর ‘এইচ’ গ্রুপে টানা দ্বিতীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের দল।

গ্রুপের অন্য ম্যাচে হ্যারি কেইনের হ্যাটট্রিকে সাইপ্রাসের দল আপোয়েল নিকোশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম হটস্পার।