‘নেইমার-এমবাপেকে সময় দেওয়া দরকার’

নেইমার ও কিলিয়ান এমবাপের মতো খেলোয়াড় দলে টানার পরও পিএসজি একটি আত্মপরিচয় খুঁজে ফিরছে বলে মনে করেন কার্লো আনচেলত্তি। বায়ার্ন মিউনিখের কোচের মতে, প্যারিসের ক্লাবটিতে এই দুই তারকাকে মানিয়ে নিতে সময় দেওয়া দরকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2017, 01:08 PM
Updated : 25 Sept 2017, 01:08 PM

মৌসুম শুরুর আগে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে নেইমারকে দলে নেয় পিএসজি। এরপর লিগ ওয়ান চ্যাম্পিয়ন মোনাকো থেকে এমবাপেকেও এক মৌসুমের জন্য ধারে টানে তারা। চুক্তিতে অবশ্য ফ্রান্সের এই খেলোয়াড়কে স্থায়ীভাবে কিনে নেওয়ার সুযোগ রয়েছে।  

প্যারিসে বুধবার বাংলাদেশ সময় পৌনে ১টায় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজের সাবেক ক্লাব পিএসজির মুখোমুখি হবেন আনচেলত্তি। লড়াইয়ের আগে নেইমার ও এমবাপে প্রসঙ্গে কথা বলেন ইতালিয়ান এই কোচ। 

“নেইমার ও এমবাপেকে নিয়ে পিএসজি একটি আত্মপরিচয় খুঁজে ফিরছে। বায়ার্নে এটা পরিষ্কার। পিএসজির ক্ষেত্রে যা এখনও হয়নি। কিন্তু পিএসজি এরই মধ্যে সেরাদের পর্যায়ে আছে। এই দামে ও এই পর্যায়ের খেলোয়াড় কিনলে আপনাকে সময় দিতে হবে।”