হিগুয়াইনের দুঃসময়ে পাশে দিবালা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Sep 2017 09:16 PM BdST Updated: 24 Sep 2017 09:16 PM BdST
সেরি আয় ছয় ম্যাচে পাওলো দিবালা এরই মধ্যে গোল করেছেন ১০টি। সেখানে গনসালো হিগুয়াইনের মাত্র ২টি। প্রত্যাশা অনুযায়ী গোল না পাওয়া জাতীয় দল ও ক্লাব সতীর্থের পাশে দাঁড়িয়েছেন দিবালা। পরামর্শ দিয়েছেন ধৈর্য ধরার।
গত শনিবার রাতে তোরিনোকে ৪-০ গোলে হারায় ইউভেন্তুস। দলের জয়ে জোড়া গোল দিবালার। ম্যাচের শুরুর একাদশে আর্জেন্টিনার স্ট্রাইকার হিগুয়াইনকে রাখেননি কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।
দিবালার বিশ্বাস হিগুয়াইন নিজের সেরা ছন্দ আবারও ফিরে পাবেন। গত মৌসুমের শুরুতে নিজের গোল পাওয়া নিয়ে সংগ্রামের উদাহরণও টেনেছেন আর্জেন্টিনার তরুণ এই ফরোয়ার্ড।
“তার শুধু শান্ত থাকা দরকার। যখন সে এটা পাওয়ার জন্য সবচেয়ে কম প্রত্যাশা করবে, তখনই গোল আসবে। গত মৌসুমের শুরুতে আমিও গোলের জন্য সংগ্রাম করেছিলাম।”
সেরি আতে গোলদাতার তালিকায় শীর্ষে থাকা দিবালা ব্যক্তিগত অর্জনের চেয়ে ইউভেন্তুসের শিরোপা জয়কে বেশি গুরুত্ব দেওয়ার কথাও জানান।
“গোল পাওয়া দারুণ ব্যাপার কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে দলের হয়ে শিরোপা জেতা। তিনটি প্রতিযোগিতায় আমরা পুরোটা পথ যেতে চাই।”
-
শিরোপার আরও কাছে কিংস
-
আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির বিশ্বকাপ জয়ের নায়ক গোটসের আক্ষেপ
-
বীরোচিত জয়ের পরও সেমিতে খেলা নিয়ে শঙ্কায় নাদাল
-
রেকর্ড দর্শকের সামনে ইংল্যান্ডের কষ্টের জয়
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
টিভিতে আজ
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- শাস্তি পেল বাংলাদেশ দল
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ