তুর্কমেনিস্তানে রাজীব-রাকিবের জয়

এশিয়ান ইনডোর ও মার্শাল আর্টস প্রতিযোগিতার দাবার ষষ্ঠ রাউন্ডে জিতেছেন বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও আব্দুল্লাহ আল রাকিব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2017, 09:18 PM
Updated : 23 Sept 2017, 09:18 PM

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, তুর্কমেনিস্তানের আশখাবাদের অলিম্পিক কমপ্লেক্সে ছেলেদের এককের রাজীব মিয়ানমারের ফিদে মাস্টার লিন নাইং কাইয়াকে আর রাকিব লেবাননের ফিদে মাস্টার আহমেদ নাজারকে হারান।

ছয় রাউন্ড শেষে ৪ পয়েন্ট নিয়ে রাজীব ষষ্ঠ, সাড়ে ৩ পয়েন্ট নিয়ে রাকিব ষোড়শ স্থানে রয়েছেন।

ছেলেদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে হতাশ করেছেন বাংলাদেশের সাঁতারু মাহমুদুন নবী নাহিদ। অলিম্পিক কমপ্লেক্সের অ্যাকুয়াটিক সেন্টারে হিটে ৫৬ দশমিক ০৭ সেকেন্ড সময় নিয়ে ২৭ প্রতিযোগীর মধ্যে ১১তম হন তিনি। সেরা আট জন এই ইভেন্টের পরের রাউন্ডে উঠেছেন।