রিয়ালের বিপদ দেখছেন না বার্সা কোচ

সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। লা লিগার শুরুর দিকেই শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে তারা। তবে এতে রিয়ালের কোনো বিপদ দেখছেন না বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2017, 08:52 AM
Updated : 23 Sept 2017, 08:52 AM

লা লিগায় নিজেদের মাঠে খেলা তিন ম্যাচের একটিতেও জেতেনি রিয়াল। লেভান্তে ও ভালেন্সিয়ার সঙ্গে ড্র করার পর রিয়াল বেতিসের কাছে হেরেই গেছে জিনেদিন জিদানের দল। সাংবাদিকদের এ নিয়ে প্রশ্নের জবাবে ভালভেরদে দিলেন তার নিজের দলের উদাহরণ।

“এক মাস আগে আমরা বিপর্যয়ের মধ্যে ছিলাম। অনেক দল আছে, যাদের পয়েন্ট শূন্য। তারা ভাববে যে তারা বিপদে আছে।”

স্প্যানিশ সুপার কাপে রিয়ালের কাছে ৫-১ গোলে হারের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা।

“রিয়াল মাদ্রিদের বিষয় নিয়ে ওঠা প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য কঠিন। তাদের এই দুরবস্থা আশা করিনি এবং প্রশ্নটাও আশা করিনি। আমি দেয়ালের অন্য পাশের লোক।”

পরেরবার রিয়াল নিয়ে ওঠা প্রশ্নের আরও ভালো উত্তর দেবেন বলেও জানান বার্সেলোনা কোচ।

“যে দলটা এখন আপনার অধীনে, আপনি সেটা নিয়ে চিন্তা করবেন এবং এটাই মূল কথা। আমি নিশ্চিত, আমি দ্রুতই এই প্রশ্নগুলোর সঙ্গে অভ্যস্ত হয়ে উঠব এবং আপনাদের জন্য আরও ভালো উত্তর আমার কাছে থাকবে।”