বিশ্রামে সুফল পাবে সুয়ারেস: বার্সা কোচ

এইবারের বিপক্ষে ম্যাচে বিশ্রাম পাওয়ার পর লুইস সুয়ারেস পুনরুজ্জীবিত হয়ে উঠতে পারে বলে মনে করছেন দলটির কোচ এরনেস্তো ভালভেরদের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2017, 12:01 PM
Updated : 20 Sept 2017, 12:01 PM

লা লিগার নতুন মৌসুমে শতভাগ জয়ের ধারা ধরে রাখার পথে মঙ্গলবার রাতে কাম্প নউয়ে এইবারকে ৬-১ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। লিওনেল মেসির চার গোল করা এই ম্যাচে একটি করে গোল করেন পাওলিনিয়ো ও দেনিস সুয়ারেস।

দারুণ এই ম্যাচ দর্শক হিসেবে দেখতে হয়েছে উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেসকে। বার্সেলোনার হয়ে এবারের মৌসুমের শুরুটা আশানুরূপ হয়নি তার। পাঁচ ম্যাচে করেছেন একটি গোল। ভুগতে হয়েছে হাঁটুর চোটেও। 

এর মধ্যে গেতাফের বিপক্ষে গত শনিবার চোট পেয়ে চার মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় উসমান দেম্বেলে। এই অবস্থায় দলের আক্রমণভাগের বাকি খেলোয়াড়দের দরকার ভালভেরদের।

ছোট একটি বিশ্রামের পর শিষ্য সুয়ারেস নিজেকে ফিরে পেতে পারে বলে মনে করছেন বার্সেলোনা কোচ।

“আমি মনে করেছি, (এইবারের বিপক্ষে) বিশ্রাম তার জন্য ভালো হতে পারে।”

“অল্প একটু বিশ্রাম তার জন্য ভালো হতে পারে। আমরা আশা করছি, সব দিক থেকেই এটা তাকে সাহায্য করবে।”

লা লিগায় টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ আছে পঞ্চম স্থানে ৮ পয়েন্ট নিয়ে।