‘খেলোয়াড়রা দিবালাকে ভয় পায়’

একের পর এক গোল করে চলেছেন পাওলো দিবালা। লিগে চার ম্যাচে পেয়ে গেছেন দু-দুটি হ্যাটট্রিক। তার দারুণ ফর্মে মুগ্ধ আলেসান্দ্রো দেল পিয়েরো। এমন দুর্দান্ত পারফরম্যান্সে প্রতিপক্ষের ডিফেন্ডারদের মাঝে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড ভয় ছড়াচ্ছেন বলে মনে করেন ইউভেন্তুসের কিংবদন্তি ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2017, 02:50 PM
Updated : 18 Sept 2017, 02:51 PM

সেরি আয় রোববার সাস্সুয়োলোর মাঠে ৩-১ গোলের সহজ জয় পায় বর্তমান চ্যাম্পিয়ন ইউভেন্তুস। হ্যাটট্রিক করে ক্লাবটির হয়ে নিজের শততম ম্যাচ স্মরণীয় করে রাখেন দিবালা।

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে এখন পর্যন্ত শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। লিগে চার ম্যাচে দলের করা ১৩ গোলের আটটিই করেছেন দিবালা। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচে করেছেন ১০ গোল।

সাস্সুয়োলোর বিপক্ষে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেওয়া দিবালা দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। ফ্রি-কিক থেকে করা তার শেষ গোলটি নিয়ে কথা বলেন দেল পিয়েরো।

“কনসিল্লি (সাস্সুয়োলোর গোলরক্ষক) অনেকটা ভীত ছিল। আর এটাই জানান দিচ্ছে যে, দিবালা বেড়ে উঠছে। কেবল তার গোল করার বিবেচনাতেই নয়, তার খেলার ধরনেও।”

৪২ বছর বয়সী দেল পিয়েরোর মতে, দিবালা কখন-কিভাবে গোল করার চেষ্টা করবে তার অনিশ্চয়তাই তাকে বিপজ্জনক করে তুলেছে।

“খেলোয়াড়রা এই মুহূর্তে তার মুখোমুখি হতে ভয় পাচ্ছে। এমন কি ফ্রি-কিক নেওয়ার সময়েও। কী ঘটতে পারে আপনি জানেন না।”

“কনসিল্লি হয়তো ওটা আটকাতে পারতো। কিন্তু সে নড়তে দেরি করে ফেলে। তবে তার ফ্রি-কিক নেওয়াটা বেশ হয়েছিল।”