চেলসির মাঠে আর্সেনালের ড্র

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার অভিযানে টানা তিন ম্যাচ জেতার পর চেলসি নিজেদের মাঠে ড্র করেছে আর্সেনালের সঙ্গে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2017, 02:43 PM
Updated : 17 Sept 2017, 02:56 PM

রোববার স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

বার্নলির কাছে হেরে লিগ শুরু করা চেলসি গত তিন ম্যাচে টটেনহ্যাম হটস্পার, এভারটন ও লেস্টার সিটিকে হারিয়েছিল। এছাড়া গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে আজারবাইজানের দল কারাবাখকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। তবে আর্সেনালের বিপক্ষে সে ছন্দ ধরে রাখতে পারেনি তারা।

প্রথম চার ম্যাচের দুটিতে হারা আর্সেনাল প্রথমার্ধে তুলনামূলক ভালো খেলে। বল দখলের পাশাপাশি আক্রমণেও এগিয়ে ছিল তারা। বিরতির আগের শেষ পাঁচ মিনিটে দারুণ দুটি সুযোগ পেলেও অবশ্য কাজে লাগাতে পারেনি।

ডি-বক্সে সেসার আসপিলিকুয়েতা ও দাভিদ লুইসকে কাটিয়ে অ্যারন র‌্যামজির নেওয়া শট লাগে পোস্টে আর চার গজ দূর থেকে ক্রসবারের উপর দিয়ে উঁচিয়ে মারেন এ মৌসুমেই দলে আসা ফ্রান্সের আলেকসঁদ লাকাজেত।

৮৭তম মিনিটে বসনিয়ার ডিফেন্ডার সেয়াদ কোলাশিনাচকে অহেতুক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন চেলসির ব্রাজিলিয়ান ডিফেন্ডার দাভিদ লুইস। তবে বাকি সময়ে এক জন বেশি নিয়ে খেলার সুবিধা কাজে লাগাতে পারেননি বদলি নামা আলেক্সিস সানচেস ও অলিভিয়ে জিরুদ।

তিন জয় ও এক ড্রয়ে চেলসির পয়েন্ট ১০। আর্সেনালের পয়েন্ট ৭।