অস্ট্রেলিয়ার বিপক্ষে সুযোগ কাজে লাগাতে চান কৃষ্ণারা

থাইল্যান্ডে উন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া ‍কৃষ্ণা-সানজিদারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সুযোগ কাজে লাগাতে নিজেদের সর্বোচ্চটুকু দিতে প্রস্তুত বাংলাদেশের মেয়েরা।

ক্রীড়া প্রতিবেদকথাইল্যান্ডের চোনবুরি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2017, 09:06 AM
Updated : 16 Sept 2017, 09:06 AM

এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপাধারী উত্তর কোরিয়ার কাছে ৯-০ গোলে হেরে শুরু করা বাংলাদেশ জাপানের বিপক্ষে লড়াই করে ৩-০ গোলে হারে। অন্যদিকে অস্ট্রেলিয়া জাপানের কাছে ৫-০ গোলে হারের পর উত্তর কোরিয়ার কাছে হারে ৭-০ ব্যবধানে।

শক্তির দিক থেকে অস্ট্রেলিয়া বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকলেও এই টুর্নামেন্টে দুটি দলই সমান ১২টি করে গোল হজম করেছে। এখনও গোলের দেখা পায়নি। থাইল্যান্ডের চোনবুরির ইনিস্টিটিউট অব ফিজিক্যাল এডুকেশন ক্যাম্পাস স্টেডিয়ামে আগামী রোববার প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামবে দুই দল।

উন্নতির ধারাবাহিকতা ধরে রেখে শেষ ম্যাচে বড় কিছু পাওয়ার আশা করছেন বাংলাদেশ অধিনায়ক কৃষ্ণা রানী সরকার।

“জাপানের বিপক্ষে আমরা ভালো খেলেছি। অস্ট্রেলিয়ার বিপক্ষেও লক্ষ্য থাকবে তার ধারাবাহিকতা ধরে রাখার। চেষ্টা থাকবে যেন এ ম্যাচে আমরা আরও ভালো খেলতে পারি।”

“আসলে খেলতে খেলতেই সুযোগ পাওয়া যাবে এবং আমরা চেষ্টা করব সুযোগটা কাজে লাগাতে। আমাদের লক্ষ্য থাকবে বড় কিছু পাওয়ার।”

অস্ট্রেলিয়ার আগে দুটি ম্যাচের ভিডিও খুটিয়ে খুটিয়ে দেখেছেন কোচ গোলাম রব্বানী ছোটন। বুঝিয়ে দিয়েছেন মেয়েদের। দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার সানজিদা আক্তারও জানালেন মাঠের লড়াইয়ে তা দেখানোর আশাবাদ।

“আমাদের প্রথম ম্যাচটা খারাপ হয়েছে। দ্বিতীয় ম্যাচটা একটু ভালো হয়েছে। কালকে আমরা আরও ভালো খেলার চেষ্টা করব। নিজেদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব।”

“অস্ট্রেলিয়ার আগের খেলা কোচ আমাদের দেখিয়েছেন। আজকের অনুশীলনেও ওরা কোন স্টাইলে খেলে, কোচ সেটা বুঝিয়ে দিয়েছেন। কোচ আমাদের যেভাবে বুঝিয়েছেন, আমরা যদি সেভাবে খেলতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা পারব।”