রিয়ালের সঙ্গে ৫ বছরের চুক্তি ইসকোর

রিয়াল মাদ্রিদের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করেছেন ইসকো। ২০২২ সালের জুন পর্যন্ত সান্তিয়াগো বের্নাবেউয়ে থাকবেন স্পেনের এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2017, 04:11 PM
Updated : 14 Sept 2017, 04:14 PM

নতুন চুক্তি অনুযায়ী ইসকো  প্রতি মৌসুমে ৬০ লাখ ইউরো পাবেন বলে স্পেনের সংবাদগুলো জানিয়েছে। ২৫ বছর বয়সী এই খেলোয়াড়ের রিলিজ ক্লজ ধরা হয়েছে ৭০ কোটি ইউরো।

এ বছরই ছিল ইসকোর আগের চুক্তির শেষ বছর। স্পেনের এই খেলোয়াড়কে পেতে আগ্রহী ছিল রিয়ালের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখসহ অনেক দল।

গত মৌসুমে রিয়ালের লা লিগা জয় ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখায় বড় অবদান ছিল তার। কোচ জিনেদিন জিদানের দলে তিনি পাকাপোক্ত করেন নিজের অবস্থানও।

নতুন মৌসুমে রিয়ালের সবগুলো ম্যাচেই ছিলেন ইসকো। লা লিগায় দলের এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের সবকটিতেই খেলেছেন তিনি। ছিলেন বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আপোয়েল নিকোশিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয় পাওয়া ম্যাচেও।

জাতীয় দল স্পেনের হয়েও দারুণ ফর্মে আছেন ইসকো। সম্প্রতি বিশ্বকাপ বাছাইয়ে ইতালি ও লিখটেনস্টাইনের বিপক্ষে জয়ে ৩টি গোল করেন তিনি।

২০১৩ সালে মালাগা থেকে রিয়ালে নাম লেখানোর পর চার বছরে দলটির হয়ে ১০টি বড় শিরোপা জিতেছেন ইসকো।

নতুন চুক্তির পর শুক্রবার সান্তিয়াগো বের্নাবেউয়ে সংবাদ মাধ্যমের সামনে হাজির হবেন ইসকো।