২০২৪ সালের অলিম্পিক প্যারিসে, ২০২৮ লস অ্যঞ্জেলেসে

২০২৪ সালের অলিম্পিক হবে ফ্রান্সের প্যারিসে। ২০২৮ সালের আসর বসবে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2017, 07:33 AM
Updated : 14 Sept 2017, 07:33 AM

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বুধবার আনুষ্ঠানিকভাবে দুই শহরের নাম ঘোষণা করে।

অন্য কোনো প্রার্থী না থাকায় আগেই অবশ্য ঠিক হয়েছিল আয়োজক কারা হবে। দুটি শহরই ২০২৪ সালে আয়োজন করতে চেয়েছিল। পরে লস অ্যাঞ্জেলেস দাবি থেকে সরে পরের আসর আয়োজনে রাজি হয়। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা।

এর আগে ১৯৩২ ও ১৯৮৪ সালে অলিম্পিক আয়োজন করেছিল লস অ্যাঞ্জেলেস। আর প্যারিস ঠিক ১০০ বছর পরে তৃতীয়বারের মতো অলিম্পিক আয়োজন করে যাচ্ছে। ফ্রান্সের রাজধানীতে শেষবার গ্রীষ্মকালীন অলিম্পিক হয়েছিল ১৯২৪ সালে।

২০২০ সালে অলিম্পিকের আগামী আসর বসবে জাপানের টোকিওতে।