রহমতগঞ্জের কাছে পয়েন্ট খোয়াল মোহামেডান
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Sep 2017 09:42 PM BdST Updated: 13 Sep 2017 09:42 PM BdST
বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখনও চেনা চেহারায় ফিরতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির সঙ্গে এবার পয়েন্ট ভাগাভাগি করেছে ঘরোয়ার ঐতিহ্যবাহী দলটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। আট ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে মোহামেডান ষষ্ঠ ও ১০ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ পঞ্চম স্থানে রয়েছে।
২২তম মিনিটে রহমতগঞ্জের এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগটি নষ্ট হয় রাশেদুল ইসলাম শুভর শট শেষ মুহূর্তে স্লাইড করে মিন্টু শেখ ফেরালে।
চার মিনিট পর এনকোচা কিংসলের ক্রসে তকলিস আহমেদ পা ছোঁয়াতে ব্যর্থ হলে এগিয়ে যাওয়া হয়নি মোহামেডানেরও। ৪১তম মিনিটে দলটি বড় ধাক্কা খায় শুভকে ফাউল করে অনিক হোসেন সরাসরি লালকার্ড পেলে।
৫১তম মিনিটে পিছিয়ে পড়তে পারত মোহামেডান। কিন্তু জাত্তা মুস্তাফার ক্রসে গোলমুখে থেকে লক্ষ্যভেদে ব্যর্থ ইসমাইল বাঙ্গুরা। পরেও দুই দলের কেউ গোলের নাগাল পায়নি।
বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযুক্ত থাকায় বুধবার বিজেএমসি ও শেখ রাসেল ক্রীড়া চক্রের ম্যাচটি হয়নি। ম্যাচটি হবে বৃহস্পতিবার।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- ১ হাজার হবে অ্যান্ডারসনের?
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’