আসেনসিওকে পাচ্ছে না রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে আরেকটি ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। ছন্দে থাকা মার্কো আসেনসিওকেও নিজেদের প্রথম ম্যাচে পাচ্ছে না গতবারের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2017, 10:27 AM
Updated : 13 Sept 2017, 10:27 AM

চোট পাওয়ায় মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি এ মৌসুমে ছয় ম্যাচে চার গোল করা আসেনসিও। পরে সংবাদ সম্মেলনে তাকে ছাড়াই আপোয়েল নিকোশিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেন জিনেদিন জিদান।

বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় নিজেদের মাঠে সাইপ্রাসের দলটির বিপক্ষে মাঠে নামবে রিয়াল।

গত শনিবার লিগে লেভান্তের সঙ্গে ১-১ গোলে ড্র ম্যাচে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন করিম বেনজেমা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় ফরাসি এই স্ট্রাইকারকে অন্তত এক মাস মাঠের বাইরে কাটাতে হবে।

তবে আপোয়েলের বিপক্ষে দলের সেরা খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদোকে পাচ্ছেন কোচ জিদান। স্প্যানিশ ফুটবলে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞার কারণে লা লিগার প্রথম তিন ম্যাচে খেলতে পারেননি পর্তুগিজ এই ফরোয়ার্ড। এর মধ্যে শেষ দুটিতে ঘরের মাঠে পয়েন্ট হারায় স্পেনের সফলতম ক্লাবটি।