মাঠে ফিরতে প্রস্তুত রোনালদো

নিষেধাজ্ঞার কারণে এ মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত খেলতে না পারা ক্রিস্তিয়ানো রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামতে উদগ্রীব হয়ে আছেন বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2017, 03:27 PM
Updated : 12 Sept 2017, 03:27 PM

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বুধবার সাইপ্রাসের আপোয়েল নিকোশিয়ার বিপক্ষে খেলবে টানা দুবারের চ্যাম্পিয়ন রিয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি।

লা লিগায় এরই মধ্যে তিন রাউন্ড শেষ হয়ে গেলেও নিষেধাজ্ঞার কারণে কোনোটিতেই খেলতে পারেননি রোনালদো। মৌসুমের শুরুতে বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে লাল কার্ড দেখে মেজাজ হারিয়ে রেফারিকে ধাক্কা দিয়ে বসেন রোনালদো। সে অপরাধে মোট পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি।

তবে ওই নিষেধাজ্ঞা শুধু স্প্যানিশ ফুটবলে হওয়ায় চ্যাম্পিয়ন্স লিগে খেলতে কোনো বাধা নেই টানা পাঁচ আসরের সর্বোচ্চ গোলদাতার।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে জিদান বলেন, “সে খুব খোশ মেজাজে আছে এবং খেলতে পারবে বলে ভীষণ খুশি। কারণ এটা সে সত্যিই ভালোবাসে, ফুটবল খেলা। সে মানসিকভাবে ঠিক আছে এবং আবার মাঠে নামতে পারবে বলে সে খুশি।”

“আমরা সবাই জানি ক্রিস্তিয়ানো কতটা ভালো এবং আমি সবসময় তাকে আমাদের সঙ্গে চাই।”

“ক্রিস্তিয়ানো শুধু গোল করেই অবদান রাখে না। সে একজন নেতা, সে সবসময় জিততে চায় এবং এটা সে বাকি সবার মধ্যে ছড়িয়ে দেয়। তাকে ফিরে পেয়ে আমরা সবাই উদ্দীপ্ত।”

স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা সুপার কাপ জিতে মৌসুমের শুরুটা দুর্দান্ত করলেও হঠাৎই ছন্দ হারিয়ে বসেছে রিয়াল। লিগে টানা দুই ম্যাচে পয়েন্ট খুঁইয়েছে তারা, তাও আবার ঘরের মাঠে।

সবশেষ গত শনিবার লেভান্তের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। আর টানা দুই ড্রয়ে লিগের শুরুতেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে পড়েছে দলটি। 

টানা দুই ম্যাচে হোঁচট খাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি নন জিদান। লেভান্তের বিপক্ষে ম্যাচের পর দলের পারফরম্যান্সের সমালোচনাও করেছিলেন তিনি। তবে শিষ্যদের উপর আস্থার কমতি নেই তার। দ্রুত দল ঘুরে দাঁড়াবে বলেও দৃঢ় বিশ্বাস ফরাসি এই কোচের।

“গত বছরও এমনটা ঘটেছিল। তাই আমরা মোটেও চিন্তিত নই, বরং ঠিক তার উল্টো।”  

১৯৯০ সালের পর প্রথম কোচ হিসেবে ইউরোপিয়ান শিরোপা ধরে রাখার কীর্তি গড়েছেন জিদান। ২০১৬ সালে রিয়ালের দায়িত্ব নেওয়ার পর দলটির হয়ে সাতটি শিরোপা জিতেছেন তিনি।

‘এইচ’ গ্রুপের অন্য দুটি দল জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড ও ইংল্যান্ডের টটেনহ্যাম হটস্পার।