মেসিদের ফের আটকে রাখা কঠিন: দিবালা

গত আসরে বার্সেলোনাকে হারিয়ে সেমি-ফাইনালে ওঠার পথে ফিরতি লেগে দারুণ রক্ষণাত্মক ফুটবল খেলে লিওনেল মেসি-নেইমার-লুইস সুয়ারেসদের আটকে রেখেছিল ইউভেন্তুস। তবে চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম ফেভারিটদের তাদেরই মাঠে আবারও আটকে রাখা সহজ হবে না বলে মনে করেন ইতালিয়ান দলটির ফরোয়ার্ড পাওলো দিবালা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2017, 09:28 AM
Updated : 12 Sept 2017, 09:29 AM

ইউরোপ সেরা প্রতিযোগিতায় গতবার কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ৩-০ গোলে জয়ের পথে জোড়া গোল করেছিলেন দিবালা। আর ফিরতি লেগে কাম্প নউয়ে গোলশূন্য ড্র করে শেষ চারে ওঠে ইউভেন্তুস।

পরে ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলে হেরে যাওয়া ইতালিয়ান ক্লাবটি এবার কাম্প নউয়ে ম্যাচ দিয়েই এবারের চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা শুরু করতে যাচ্ছে।

গত মৌসুমের বার্সেলোনার সঙ্গে এবারের দলটির অবশ্য পার্থক্য আছে বেশ। ওই সময়ের আক্রমণভাগের অন্যতম বড় তারকা নেইমার চলে গেছেন পিএসজিতে। তার জায়গায় দলে এসেছে সম্ভাবনাময়ী তরুণ ফরোয়ার্ড উসমানে দেম্বেলে। কোচ লুইস এনরিকের উত্তরসূরি হয়েছেন এরনেস্তো ভালভেরদে।

তারপরও বার্সেলোনার মাঠে ইতিবাচক ফল পাওয়াটা বেশ কঠিন হবে বলেই মনে করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড দিবালা।

“এই স্টেডিয়ামে গতবার আমরা যা করেছিলাম তার পুনরাবৃত্তি করাটা সহজ হবে না। আমরা জানি যে আমরা সুযোগ পাব এবং সেগুলো ভালোভাবে কাজে লাগাতে আমাদের সতর্ক হতে হবে।”

“তারা অনেক কিছু হারিয়েছে, কিন্তু তারা এমন একটা দল যারা সম্মান পাওয়ার যোগ্য। নেইমারের বদলি আনতে তারা খুব ভালো কাজ করেছে।” 

কাম্প নউয়ে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি। ‘ডি’ গ্রুপের অন্য দুটি দল হলো গ্রিসের অলিম্পিয়াকোস ও পর্তুগালের স্পোর্তিং।