রিয়াল থেকে এগিয়ে থাকায় খুশি বার্সা কোচ

মৌসুমের শুরুতে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে এগিয়ে থাকায় খুশি বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2017, 09:41 AM
Updated : 10 Sept 2017, 09:47 AM

শনিবার রাতে নিজেদের মাঠ কাম্প নউয়ে লা লিগায় এসপানিওলকে ৫-০ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। লিওনেল মেসির হ্যাটট্রিকের পর গোল করেন জেরার্দ পিকে ও লুইস সুয়ারেস।

এ নিয়ে চলতি লিগে এখন পর্যন্ত নিজেদের তিন ম্যাচের সবকটিতেই জেতা বার্সেলোনা রিয়ালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে। টানা দুই ম্যাচ ড্র করা বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের পযেন্ট ৫।

লিগের শুরুর দিকে রিয়ালের চেয়ে এগিয়ে থাকাকে খুব বড় করে দেখছেন না বার্সেলোনা কোচ।

“এই ব্যবধান গুরুত্বপূর্ণ কিছু নয়। কিন্তু পিছিয়ে থাকার চেয়ে এগিয়ে থাকাটা বেশি ভালো। কী ঘটতে পারে আপনি কখনোই জানেন না। এটা দিয়ে কিছুই বোঝায় না। কিন্তু এগিয়ে থাকা সবসময়ই ভালো।”

ম্যাচটি দিয়ে বার্সেলোনার হয়ে অভিষেক হয়েছে উসমান দেম্বেলের। সুয়ারেসকে দিয়ে একটি গোল করিয়ে প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন ফ্রান্সের এই ফরোয়ার্ড।

নতুন এই শিষ্যের এমন অভিষেক নিয়ে খুশি বার্সেলোনা কোচ, “পাওলিনিয়োর মতো তার অভিষেকটাও আমি খুব পছন্দ করেছি। পরিকল্পনাটা হলো ধীরে ধীরে তারা দলের সঙ্গে মানিয়ে নেবে।”