চোট থেকে ফিরে চ্যাম্পিয়ন স্টিভেন্স

স্বদেশি ম্যাডিসন কিসকে হারিয়ে ইউএস ওপেনে মেয়েদের এককের শিরোপা জিতেছেন যুক্তরাষ্ট্রের স্লোয়ান স্টিভেন্স।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2017, 06:00 AM
Updated : 10 Sept 2017, 06:03 AM

নিউ ইয়র্কের ফ্লাশিং মেডোজে শনিবার রাতে পঞ্চদশ বাছাই কিসকে ৬-৩, ৬-০ গেমে হারান র‌্যাঙ্কিংয়ের ৮৩তম খেলোয়াড় স্টিভেন্স। প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছিলেন শৈশব থেকে ঘনিষ্ঠ দুই বন্ধু।

পায়ের চোটের কারণে ১১ মাস কোর্টের বাইরে থাকার পর ফেরা স্টিভেন্স ছয় সপ্তাহ আগেও ছিলেন র‌্যাঙ্কিংয়ের ৯৫৭তম স্থানে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জিতলেন ২৪ বছর বয়সী এই খেলোয়াড়।

টেনিসের উন্মুক্ত যুগে পঞ্চম অবাছাই খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামের মহিলা এককের শিরোপা জিতলেন স্টিভেন্স।

“আমার জানুয়ারিতে অস্ত্রোপচার হয়েছিল। তখন যদি আমাকে কেউ বলতো যে আমি ইউএস ওপেন জিতব, তাহলে আমি বলতাম এটা অসম্ভব।”

বন্ধুর কাছে হেরেছেন বলে ব্যথিত নন খানিকটা চোট নিয়ে খেলা ২২ বছর বয়সী কিস, “স্লোয়ান আমার পছন্দের মানুষদের মধ্যে একজন। তার বিপক্ষে খেলাটা বিশেষ কিছু ছিল।… আমি আজকে যে কারও কাছেই হারতাম। আমি খুশি যে তার কাছে হেরেছি।”

২০০২ সালে জেনিফার ক্যাপ্রিয়াটির অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর উইলিয়ামস বোনদের বাইরে প্রথম যুক্তরাষ্ট্রের কোনো মহিলা খেলোয়াড় গ্র্যান্ড স্ল্যামের কোনো শিরোপা জিতল।