ম্যানইউকে রুখে দিল স্টোক সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম তিন ম্যাচ জেতার পর পয়েন্ট হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। স্টোক সিটির মাঠে ড্র করেছে জোসে মরিনিয়োর দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2017, 06:51 PM
Updated : 9 Sept 2017, 06:51 PM

এবারের লিগে একমাত্র দল হিসেবে প্রথম তিন রাউন্ডের সবকটিতে জিতেছিল রেড ডেভিলরা। শনিবার ২-২ গোলে ড্র করে থামল জয়রথ।

চতুর্থ ম্যাচে এসে ৪৩তম মিনিটে এবারের লিগে প্রথম গোলটি খায় ম্যানচেস্টার ইউনাইটেড। ডান দিক থেকে মামে বিরাম দিওফের ক্রসে পা বাড়িয়ে বল জালে পাঠান এরিক মাক্সিম চুপো-মোটিং।

প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা ফেরান মার্কাস র‌্যাশফোর্ড। তবে গোলটিতে তার ভূমিকা ছিল সামান্যই। কর্নার থেকে নেমানিয়া মাতিচের ফ্লিকে পল পগবার হেড সামনে দাঁড়িয়ে থাকা ইংল্যান্ড স্ট্রাইকার র‌্যাশফোর্ডের মাথার পেছনে লেগে জালে ঢুকে যায়।

৫৭তম মিনিটে এগিয়ে যায় অতিথিরা। আর্মেনিয়ার মিডফিল্ডার হেনরিখ মিখিতারিয়ানের রক্ষণচেরা সোজা পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে লুকাকুর নেওয়া শট ঠেকিয়ে দিয়েছিলেন গোলরক্ষক। কিন্তু ফিরতি বল জোরালো শটে জালে জড়ান এ মৌসুমেই এভারটন থেকে আসা এই ফরোয়ার্ড।

ইউনাইটেডের হয়ে এই নিয়ে চারটি গোল করলেন বেলজিয়ামের ফরোয়ার্ড লুকাকু।

ছয় মিনিট পর চুপো-মোটিংয়ের দ্বিতীয় গোলে সমতায় ফেরে স্টোক। কর্নারে হেড করে লক্ষ্যভেদ করেন ক্যামেরুনের এই ফরোয়ার্ড।

চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

দিনের প্রথম ম্যাচে নিজেদের মাঠে লিভারপুলকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যানচেস্টার সিটির পয়েন্টও ১০; তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা।

ড্যানি ওয়েলবেকের জোড়া গোলে বোর্নমাউথকে হারিয়েছে আর্সেনাল। চার ম্যাচে দুই জয়ে আর্সেন ভেঙ্গারের দলের পয়েন্ট ৬।

আরেক ম্যাচে লেস্টার সিটির মাঠে ২-১ গোলে জেতা চেলসির পয়েন্ট ৯।

এছাড়া টটেনহ্যাম হটস্পার ৩-০ গোলে এভারটনকে এবং ওয়াটফোর্ড ২-০ গোলে সাউথ্যাম্পটনকে হারিয়েছে।