ম্যানইউকে রুখে দিল স্টোক সিটি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Sep 2017 12:51 AM BdST Updated: 10 Sep 2017 12:51 AM BdST
ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম তিন ম্যাচ জেতার পর পয়েন্ট হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। স্টোক সিটির মাঠে ড্র করেছে জোসে মরিনিয়োর দল।
এবারের লিগে একমাত্র দল হিসেবে প্রথম তিন রাউন্ডের সবকটিতে জিতেছিল রেড ডেভিলরা। শনিবার ২-২ গোলে ড্র করে থামল জয়রথ।
চতুর্থ ম্যাচে এসে ৪৩তম মিনিটে এবারের লিগে প্রথম গোলটি খায় ম্যানচেস্টার ইউনাইটেড। ডান দিক থেকে মামে বিরাম দিওফের ক্রসে পা বাড়িয়ে বল জালে পাঠান এরিক মাক্সিম চুপো-মোটিং।

৫৭তম মিনিটে এগিয়ে যায় অতিথিরা। আর্মেনিয়ার মিডফিল্ডার হেনরিখ মিখিতারিয়ানের রক্ষণচেরা সোজা পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে লুকাকুর নেওয়া শট ঠেকিয়ে দিয়েছিলেন গোলরক্ষক। কিন্তু ফিরতি বল জোরালো শটে জালে জড়ান এ মৌসুমেই এভারটন থেকে আসা এই ফরোয়ার্ড।
ইউনাইটেডের হয়ে এই নিয়ে চারটি গোল করলেন বেলজিয়ামের ফরোয়ার্ড লুকাকু।
ছয় মিনিট পর চুপো-মোটিংয়ের দ্বিতীয় গোলে সমতায় ফেরে স্টোক। কর্নারে হেড করে লক্ষ্যভেদ করেন ক্যামেরুনের এই ফরোয়ার্ড।

দিনের প্রথম ম্যাচে নিজেদের মাঠে লিভারপুলকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যানচেস্টার সিটির পয়েন্টও ১০; তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা।
ড্যানি ওয়েলবেকের জোড়া গোলে বোর্নমাউথকে হারিয়েছে আর্সেনাল। চার ম্যাচে দুই জয়ে আর্সেন ভেঙ্গারের দলের পয়েন্ট ৬।
আরেক ম্যাচে লেস্টার সিটির মাঠে ২-১ গোলে জেতা চেলসির পয়েন্ট ৯।
এছাড়া টটেনহ্যাম হটস্পার ৩-০ গোলে এভারটনকে এবং ওয়াটফোর্ড ২-০ গোলে সাউথ্যাম্পটনকে হারিয়েছে।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- ‘স্মিথ রাজি থাকলে তাকেই অধিনায়ক করা উচিত’
- পান্তের অসাধারণ সেঞ্চুরিতে ভারতের লিড