‘নেইমার-এমবাপেকে নিয়ে আরও ভালো করবে পিএসজি’

নেইমার ও কিলিয়ান এমবাপেকে নিয়ে পিএসজি আরও ভালো করতে পারবে বলে মনে করেন এদিনসন কাভানি। দুই সতীর্থের সঙ্গে নিজেও দলকে আরও বেশি কিছু দিতে পারবেন বলে বিশ্বাস উরুগুয়ের এই স্ট্রাইকারের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2017, 11:52 AM
Updated : 9 Sept 2017, 11:56 AM

শুক্রবার রাতে ১০ জনের দলে পরিণত হওয়া স্বাগতিক মেসকে ৫-১ গোলে হারায় পিএসজি। প্যারিসের ক্লাবটির হয়ে অভিষেকে একটি গোল করেন এমবাপে। জোড়া গোল করেন কাভানি। অপর দুই গোল নেইমার ও লুকাস মোউরার।

এই প্রথম পিএসজির হয়ে একসঙ্গে মাঠে নামলেন কাভানি, ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে আসা নেইমার ও মোনাকো এক মৌসুমের জন্য ধারে আসা এমবাপে।

শুরুতেই দুর্দান্ত এক জয়ে দারুণ কিছুর আভাস দিল এই আক্রমণত্রয়ী। নিজেদের ইতিহাসে লিগ ওয়ানে প্রথমবারের মতো শুরুর পাঁচ ম্যাচের সবকটিতেই জয় পেল পিএসজি।

লিগের শুরু থেকে দুর্দান্ত ফর্মে আছেন কাভানি। এ পর্যন্ত লিগের পাঁচ ম্যাচের সবকটিতে লক্ষ্যভেদ করে মোট সাত গোল করেছেন। তবে আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন গত মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতা। 

“আমি সবসময় আমার সেরাটা দেই। এটা সবার জন্য ইতিবাচক।”

এমবাপে ও নেইমার দারুণ খেলোয়াড়। আমাদের মাঝে ভালো বোঝাপড়া আছে। আশা করি, আমরা উন্নতির ধারা ধরে রাখব।”